ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
জাতীয় নির্বাচনে বৃহৎ পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি বৃহৎ পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে, যেখানে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন। ২০০৮ সালের পর এটি হবে প্রথম পূর্ণাঙ্গ ইইউ পর্যবেক্ষক মিশন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত মিলার জানান, ইইউর এ পর্যবেক্ষক মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকলেও, এর সদস্যরা ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে এসে যোগ দেবেন। তিনি আরও জানান, ইইউ স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের মোতায়েনেও সহায়তা করবে।
ঘণ্টাব্যাপী এই বৈঠকে শাসনব্যবস্থা ও সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রম আইনের সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং দেশের সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত মিলার জুলাই জাতীয় সনদকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করেন এবং সম্প্রতি অনুমোদিত শ্রম আইন সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করার উদ্যোগগুলোকে উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেন।
তিনি ফেব্রুয়ারির নির্বাচনে মুক্ত, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রচেষ্টার প্রতি ইইউর অব্যাহত সমর্থনের আশ্বাস দেন এবং আসন্ন নির্বাচনকে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ হিসেবে বর্ণনা করেন। এছাড়া, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রক্রিয়ায় ইইউর ধারাবাহিক সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের সম্ভাবনা, বিমান ও নৌপরিবহন খাতে নতুন বিনিয়োগের সুযোগ, মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য বৈশ্বিক শিপিং জায়ান্ট এপি মোলার-মায়ার্সকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে। রাষ্ট্রদূত মিলার বলেন, এই ডেনিশ কোম্পানি প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে লালদিয়াকে এ অঞ্চলের অন্যতম আধুনিক টার্মিনাল হিসেবে গড়ে তুলতে চায়।
বৈঠকে নির্বাচন পরিবেশ, প্রার্থীদের যোগ্যতা এবং ভোটের আগে মানবাধিকার সুরক্ষায় যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থাও আলোচনায় আসে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস