ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
সালমান শাহ হ’ত্যা মামলা: দেশত্যাগে নিষেধাজ্ঞা যাদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকার রমনা মডেল থানায় সালমান শাহ হত্যা মামলায় আদালত তার সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।
আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। তারা যদি দেশত্যাগ করে, তাহলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে।
মামলা ও ঘটনার ইতিহাস
সালমান শাহর মৃত্যু সংক্রান্ত অপমৃত্যু মামলাটি গত ২০ অক্টোবর হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ পান। এরপরই সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা করেন।
আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সামিরা হক ছাড়া মামলার আসামিরা হলেন:
সামিরা হকের মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আ. ছাত্তার, সাজু, রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
সালমান শাহর মৃত্যুর প্রেক্ষাপট
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহম্মদ চৌধুরী অপমৃত্যু মামলা করেন।
১৯৯৭ সালের ২৪ জুলাই এই অভিযোগ হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করা হয় এবং তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়, যা আত্মহত্যা হিসেবে উল্লেখ করে।
পরবর্তী সময়ে প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করা হয়। ২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক আদালতে প্রতিবেদনের ফলাফল দাখিল করেন, যাতেও মৃত্যু অপমৃত্যু হিসেবে দেখানো হয়।
সালমান শাহর বাবা মৃত্যুর পর মা নীলা চৌধুরী হত্যা মামলার বাদী হন। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি আদালতে প্রতিবাদ জানান। সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে এবং ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত প্রতিবেদন গ্রহণ ও মামলা নিষ্পত্তি করে। ২০২২ সালের ১২ জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা