ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
সালমান শাহ হ’ত্যা মামলা: দেশত্যাগে নিষেধাজ্ঞা যাদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকার রমনা মডেল থানায় সালমান শাহ হত্যা মামলায় আদালত তার সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।
আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। তারা যদি দেশত্যাগ করে, তাহলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে।
মামলা ও ঘটনার ইতিহাস
সালমান শাহর মৃত্যু সংক্রান্ত অপমৃত্যু মামলাটি গত ২০ অক্টোবর হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ পান। এরপরই সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা করেন।
আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সামিরা হক ছাড়া মামলার আসামিরা হলেন:
সামিরা হকের মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আ. ছাত্তার, সাজু, রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
সালমান শাহর মৃত্যুর প্রেক্ষাপট
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহম্মদ চৌধুরী অপমৃত্যু মামলা করেন।
১৯৯৭ সালের ২৪ জুলাই এই অভিযোগ হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করা হয় এবং তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়, যা আত্মহত্যা হিসেবে উল্লেখ করে।
পরবর্তী সময়ে প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করা হয়। ২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক আদালতে প্রতিবেদনের ফলাফল দাখিল করেন, যাতেও মৃত্যু অপমৃত্যু হিসেবে দেখানো হয়।
সালমান শাহর বাবা মৃত্যুর পর মা নীলা চৌধুরী হত্যা মামলার বাদী হন। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি আদালতে প্রতিবাদ জানান। সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে এবং ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত প্রতিবেদন গ্রহণ ও মামলা নিষ্পত্তি করে। ২০২২ সালের ১২ জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস