ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম থাইল্যান্ড: সরাসরি(Live) দেখুন এখানে

২০২৫ অক্টোবর ২৭ ১৭:২৫:২৭

বাংলাদেশ বনাম থাইল্যান্ড: সরাসরি(Live) দেখুন এখানে

সরকার ফারাবী: ব্যাংককের ফুটবল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট সেন্টারে শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল ও থাইল্যান্ড নারী ফুটবল দলের মধ্যকার দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। খেলার প্রথম ১০ মিনিটের লড়াই শেষে এখন পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি স্কোরলাইন ০-০ তেই স্থির।

ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিক থাইল্যান্ড বল দখলে এগিয়ে থাকলেও, প্রথম ম্যাচে পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আজ অনেক বেশি সংগঠিত ও দৃঢ়ভাবে মাঠে নেমেছে বাংলাদেশ।

প্রথম দশ মিনিটে থাইল্যান্ড একবার গোলমুখে বিপদ সৃষ্টি করলেও, বাংলাদেশের ডিফেন্সের সময়োপযোগী ট্যাকল এবং গোলরক্ষকের দারুণ সেভে সেটি প্রতিহত হয়। লাল-সবুজ জার্সিধারীরা মাঝমাঠে বল নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি উইং দিয়ে দ্রুত পাল্টা আক্রমণ গড়ার চেষ্টা করছে। আফিদা ও ঋতুপর্ণাদের সক্রিয়তা থাইল্যান্ডের রক্ষণভাগে কিছুটা চাপ তৈরি করেছে, যদিও এখনো গোল পাওয়া যায়নি।

বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার আগের ম্যাচের ভুলগুলো শুধরে মাঠে নামার বার্তা দিয়েছিলেন, যা শুরু থেকেই মাঠে স্পষ্ট। রক্ষণভাগ আজ অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ ও সমন্বিত। এখন চোখ পরের মিনিটগুলোতে—বাংলাদেশ কি প্রথম গোলের সুযোগ তৈরি করতে পারবে, নাকি থাইল্যান্ড তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেবে, সেটিই দেখার বিষয়।সরাসরি খেলা দেখার উপায়

যারা মাঠে উপস্থিত হতে পারছেন না, তারা বিশ্বের যেকোনো স্থান থেকে খুব সহজে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। থাইল্যান্ড ফুটবল ফেডারেশন তাদের নিজস্ব অফিসিয়াল প্ল্যাটফর্মে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।

আপনার মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা কম্পিউটার থেকে খেলাটি দেখার পদ্ধতিটি খুবই সহজ:

১) ইউটিউবে প্রবেশ: প্রথমে আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন এবং ইউটিউব (YouTube) অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটি চালু করুন।

২) লাইভ স্ট্রিমিং অ্যাক্সেস: চ্যানেলটিতে প্রবেশ করার পর, ভিডিও সেকশনের পাশে থাকা "Live" ট্যাবে ক্লিক করুন। নির্ধারিত সময় অর্থাৎ বিকাল ৫:০০ টা থেকে স্ট্রিমিং শুরু হবে এবং সেখানে আপনি সরাসরি ম্যাচটির লিঙ্ক দেখতে পাবেন।

৩) চ্যানেল অনুসন্ধান: ইউটিউবের সার্চ বারে গিয়ে কেবল লিখুন "Changsuek Official"। এটি থাইল্যান্ড জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

লাইভ দেখতেএখানেক্লিক করুন

ট্যাগ: বাংলাদেশ বনাম থাইল্যান্ড Bangladesh vs Thailand Bangladesh vs Thailand live পিটার বাটলার বাংলাদেশ বাংলাদেশ নারী ফুটবল লাইভ বাংলাদেশ বনাম থাইল্যান্ড নারী ফুটবল থাইল্যান্ড নারী ফুটবল ম্যাচ বাংলাদেশ নারী দল আজকের খেলা বাংলাদেশ নারী ফুটবল স্কোর বাংলাদেশ থাইল্যান্ড প্রীতি ম্যাচ AFC নারী এশিয়ান কাপ প্রস্তুতি বাংলাদেশ নারী ফুটবল হাইলাইটস বাংলাদেশ থাইল্যান্ড লাইভ স্কোর বাংলাদেশ নারী ফুটবল রেজাল্ট ব্যাংকক ম্যাচ লাইভ বাংলাদেশ নারী ফুটবল নিউজ থাইল্যান্ড বনাম বাংলাদেশ আপডেট Bangladesh vs Thailand Women Football Live Bangladesh Womens Football Live Mobile বাংলাদেশ বনাম থাইল্যান্ড ফুটবল সরাসরি (Live) মোবাইল Bangladesh vs Thailand Football Match Live Streaming Today Changsuenk Official YouTube Live আজ বাংলাদেশের খেলা লাইভ দেখব কিভাবে Bangladesh Womens Team Match Time Today বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচের সময়সূচি Mobile Live Football Match Bangladesh বাংলাদেশ নারী ফুটবল ম্যাচ কোথায় দেখা যাবে Free Live Stream Bangladesh vs Thailand Football Peter Butler Team Match Bangladesh Womens Football 27 October Live WOMENS INTERNATIONAL MATCH THAILAND v BANGLADESH

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ