ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ব্র্যাক ব্যাংক: দেশি প্রতিষ্ঠানের বিজয়গাথা গল্প

২০২৫ অক্টোবর ২৬ ০০:১০:২৯

ব্র্যাক ব্যাংক: দেশি প্রতিষ্ঠানের বিজয়গাথা গল্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ২০২৫ সালের প্রথম নয় মাসে ব্যাংকটি ১ হাজার ৫৩৫ কোটি ৮৬ লাখ টাকা সমন্বিত নিট মুনাফা রিপোর্ট করেছে। এটি তাদের ২০২৪ সালের পুরো অর্থবছরের মুনাফাকে ছাড়িয়ে গেছে এবং প্রথম স্থানীয় বেসরকারি ব্যাংক হিসেবে ১ হাজার ৫০০ কোটি টাকার সীমা অতিক্রম করেছে।

ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুসারে, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের মধ্যে সমন্বিত নিট মুনাফা গত বছরের তুলনায় ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা শক্তিশালী আয় বৃদ্ধির গতিকে প্রতিফলিত করে।

আরও পড়ুন-

বিএটিবিসি-কে হটিয়ে ব্র্যাক ব্যাংক এখন সুপার পাওয়ার

ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ০৬ পয়সা, এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৩১ শতাংশ বেড়ে ৫১ টাকা ৭৩ পয়সা হয়েছে। আমানত সংগ্রহ বৃদ্ধি এবং বিচক্ষণ তারল্য ব্যবস্থাপনার কারণে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ৬৩ টাকা ০৩ পয়সায় পৌঁছেছে।

এই পারফরম্যান্সের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এখন বাংলাদেশের সর্বোচ্চ মুনাফাকারী স্থানীয় ব্যাংকে পরিণত হয়েছে। তবে, দেশের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা (২০২৪ সালে ৩ হাজার ৩০০ কোটি টাকা) অর্জনকারী ইউকে-ভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঠিক পরেই তাদের অবস্থান।

গত বছর ব্র্যাক ব্যাংকের পুরো অর্থবছরের মুনাফা ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা, অর্থাৎ ২০২৫ অর্থবছরের শেষ প্রান্তিক বাকি থাকতেই তারা সেই অঙ্ক ছাড়িয়ে গেছে।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকটিও শক্তিশালী প্রবৃদ্ধি এনেছে। এই প্রান্তিকে সমন্বিত নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেড়ে ৬২৯ কোাটি ৯৬ লাখ টাকা হয়েছে। প্রান্তিক শেয়ারপ্রতি আয় পৌঁছেছে ২ টাকা ৫৩ পয়সায়।

ব্যাংক তাদের এই শক্তিশালী পারফরম্যান্সের কারণ হিসেবে সরকারি সিকিউরিটিজ থেকে উচ্চ বিনিয়োগ আয়, বর্ধিত সুদের আয় এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী রিটার্নকে উল্লেখ করেছে।

ব্যাংক উল্লেখ করেছে যে, ঋণের প্রবৃদ্ধি পরিমিত থাকা সত্ত্বেও উন্নত সম্পদ গুণমান, কার্যকর ব্যয় নিয়ন্ত্রণ এবং বিনিয়োগে উচ্চ ফলন সম্মিলিতভাবে তাদের নিট মুনাফাকে শক্তিশালী করেছে।

ব্র্যাক ব্যাংক এক বিবৃতিতে বলেছে, "২০২৫ সালের রিপোর্ট করা সময়ে ব্র্যাক ব্যাংক মূলত ক্রমবর্ধমান বিনিয়োগ ও সুদের আয়ের দ্বারা চালিত হয়ে শক্তিশালী মুনাফা অর্জন করেছে। আমানত সংগ্রহ এবং ব্যাংক ঋণ বৃদ্ধি পাওয়ায় এনওসিএফপিএস উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যদিও ঋণের পোর্টফোলিও প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় কম ছিল।"

নিট সম্পদ মূল্য বৃদ্ধি সরকারি সিকিউরিটিজগুলিতে উচ্চ নিট মুনাফা এবং পুনর্মূল্যায়ন রিজার্ভের সম্মিলিত প্রভাব প্রতিফলিত করেছে।

ব্র্যাক ব্যাংক ছয়টি সহযোগী প্রতিষ্ঠান পরিচালনা করে— ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্র্যাক ইপিএল শেয়ারবাজার ব্রোকারেজ লিমিটেড, বিকাশ লিমিটেড, ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড— যার সবগুলোই সম্মিলিত পারফরম্যান্সে ইতিবাচক অবদান রেখেছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত