ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
সালমান শাহর মৃ’ত্যু নিয়ে মুখ খুললেন ছোট ভাই শাহরান
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য যেন সময়ের সঙ্গে আরও গভীর হচ্ছে। প্রায় তিন দশক পরও তার অকালপ্রয়াণ ঘিরে প্রশ্নের শেষ নেই। সম্প্রতি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সালমানের ছোট ভাই শাহরান চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন লাইভে এসে তিনি মুখ খুলেছেন সালমানের সাবেক স্ত্রী ও আলোচিত হত্যা মামলার এক নম্বর আসামি সামিরা হককে নিয়ে।
৩৪ মিনিটের ওই লাইভে শাহরান বলেন, “আমি সাধারণত লাইভে আসি না, কিন্তু কিছু কথা না বললেই নয়। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, শুধু সত্যিটা বলা।”
সামিরাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমার ভাই আপনাকে ভীষণ ভালোবাসতেন। একবার ভেবে দেখুন কী দেখে আপনি তাকে ভালোবেসেছিলেন, বিয়ে করেছিলেন, এমনকি নিজের পরিবার ছেড়ে তার সঙ্গে এসেছিলেন? তখন নিশ্চয়ই তার মধ্যে কিছু বিশেষ দেখেছিলেন। আপনার পরিবার যখন এ বিয়ে মেনে নেয়নি, তখনও আমাদের পরিবার আপনাকে পরিত্যাগ করেনি।”
কথার এক পর্যায়ে আবেগে ভেঙে পড়েন শাহরান। তিনি বলেন, “আপনারা বলেন, আমার ভাই আত্মহত্যাপ্রবণ ছিলেন কিন্তু আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত তার জীবন ছিল স্বাভাবিক। এই যুক্তি কোনোভাবেই মানা যায় না।”
সামিরার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি আপনাকে ফোন করেছিলাম, কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি ধরেননি। হয়তো এখন বয়স হয়েছে, অনেক কিছু ভুলে গেছেন। আমি আপনাকে ছোট করতে চাই না, শুধু বলব, আল্লাহর কাছে আপনার কাজের জন্য মাফ চান।”
লাইভের শেষদিকে শাহরান আহ্বান জানান, “সালমান শাহ হত্যা মামলার ১১ অভিযুক্ত যেন নিজেদের কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।”
লাইভে তিনি শুধু সামিরা প্রসঙ্গেই নয়, আরও নানা বিষয়ে কথা বলেন। তার বক্তব্যে স্পষ্ট তিনি আজও বিশ্বাস করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি; বরং তিনি একটি ভয়াবহ ষড়যন্ত্রের শিকার।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় নব্বইয়ের দশকের সুপারস্টার সালমান শাহর। ঘটনাটি সে সময় আত্মহত্যা হিসেবে ধরা হলেও, তার পরিবার ও ভক্তরা আজও দাবি করে আসছেন এটি ছিল পরিকল্পিত হত্যা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির