ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন

২০২৫ অক্টোবর ২৪ ১৮:২০:১৬

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালের পথ রুদ্ধ হয়ে যাওয়ার পর এবার শুধু নিজেদের সম্মান রক্ষার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সহ-আয়োজক শ্রীলঙ্কা নারী দল (Sri Lanka Women) এবং পাকিস্তান নারী দল (Pakistan Women)। বিশ্বকাপের লিগ পর্বের শেষ দিকের এই ম্যাচটি আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রত্যাশিত পারফর্ম্যান্স দেখাতে পারেনি এবং সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে গেছে। তবে, শেষ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল।

ম্যাচের আপডেট

সময়: বাংলাদেশ সময় বিকেল ৩:৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

ভেন্যু: আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা।

সম্প্রচার: ম্যাচটি বাংলাদেশের টি স্পোর্টস এবং ভারতে স্টার স্পোর্টস ১ চ্যানেলে সরাসরি দেখা যাচ্ছে।

বৃষ্টির পূর্বাভাস: কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে টস এবং খেলা শুরু হতে বিলম্ব হতে পারে।

দুই দলের স্কোয়াড ও সম্ভাব্য একাদশ

দল,সম্ভাব্য একাদশ (Probable Playing XI)

শ্রীলঙ্কা (SL W),"চামারি আতাপাত্তু (অধিনায়ক), বিশমি গুনারত্নে, হাসিনি পেরেরা, হার্শিতা সামারাবিক্রমা, কাভিশা দিলহারি, নীলাক্ষী ডি সিলভা, আনুশকা সঞ্জীবনী (উইকেটরক্ষক), সুগন্ধিকা কুমারী, উদেশিকা প্রবোধানি, মালকি মাদারা, ইনোকা রানাওয়ীরা।"

পাকিস্তান (PAK W),"মুনিবা আলী (উইকেটরক্ষক), ওমাইমা সোহেল, সিদরা আমীন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, সিদরা নওয়াজ, ফাতিমা সানা (অধিনায়ক), রামীন শামীম, ডায়না বেগ, নাশ্রা সান্ধু, সাদিয়া ইকবাল।"

যেভাবে দেখবেন;

বৃষ্টি চলায় খেলাটি সাময়িক বন্ধ রয়েছে।

খেলাটি শুরু হলে ‘Pakistan women vs srilanka women’,‘Pakistan women vs srilanka women live match today'লিখে সার্চ দিলে দেখতে পারবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত