ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ অক্টোবর ২৪ ১২:২৮:২৬

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার একটি শুল্কবিরোধী বিজ্ঞাপনকে ‘প্রতারণামূলক প্রচারণা’ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার করায় ট্রাম্প ক্ষুব্ধ হন এবং আলোচনার সমাপ্তি ঘোষণা করেন।

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, “কানাডার প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের পর আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। জঘন্য আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখানেই শেষ।”

এর আগে অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, শুল্কবিরোধী বার্তাবাহী ওই বিজ্ঞাপনটি ট্রাম্পের নজরে এসেছে। বিজ্ঞাপনে দেখা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের বিরোধিতা করছেন এবং সেটিকে কর্মসংস্থান হ্রাস ও বাণিজ্য যুদ্ধের কারণ হিসেবে উল্লেখ করছেন।

ফোর্ড বলেন, “আমি শুনেছি প্রেসিডেন্ট বিজ্ঞাপনটি দেখেছেন। নিশ্চয়ই এতে তিনি সন্তুষ্ট নন।”

বিশ্বব্যাপী বাণিজ্য আলোচনায় চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ট্রাম্প বরাবরই শুল্কনীতিকে ব্যবহার করে আসছেন। তার সময়েই যুক্তরাষ্ট্রে শুল্কহার ১৯৩০–এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। নিয়মিতভাবেই তিনি নতুন শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন, যা আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতিতে উদ্বেগ সৃষ্টি করেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলেও দেশটি কোনোভাবেই “মার্কিন পণ্যের অন্যায্য প্রবেশাধিকার” দিতে রাজি নয়।

চলতি বছরের শুরুতে ট্রাম্প কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি খাতে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় অটোয়া সরকারও সমপরিমাণ শুল্ক বসায়। এরপর থেকে দুই দেশের মধ্যে নতুন চুক্তির লক্ষ্যে আলোচনার প্রক্রিয়া চলছিল, যা এখন কার্যত স্থগিত হয়ে গেল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত