ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

২০২৫ অক্টোবর ২৩ ১৩:২৩:৪৩

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াই শেষে সুপার ওভারে মাত্র ১ রানে হেরে যায় মেহেদী হাসান মিরাজের দল। ফলে সিরিজের ফল তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত হবে। আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হচ্ছে। টস জিতে স্বাগতিকরা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিরিজে তিন ম্যাচেই আগে ব্যাট করেছে বাংলাদেশ। যদিও প্রথম ওয়ানডেতে টস জিতেছিল ক্যারিবীয়রা, পরের দুই ম্যাচে টস জিতে মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তৃতীয় ম্যাচেও দুই দলই আগের মতোই অপরিবর্তিত একাদশে নেমেছে এবং স্পিনারদের উপর নির্ভর করেই লড়াই হবে।

র‍্যাঙ্কিং উন্নয়নের দিক থেকে সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল রিশাদ-মুস্তাফিজদের জন্য। যদিও হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হয়ে গেছে, অন্তত সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে। ২-১ ব্যবধানে বাংলাদেশ জিতলে তাদের পয়েন্ট হবে ৭৬ এবং ওয়েস্ট ইন্ডিজের ৭৯। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ৮১ এবং বাংলাদেশের ৭৩।

বাংলাদেশ একাদশ:সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।

খেলাটি লাইভ দেখতে ক্লিক করুন এই লিঙ্কে...

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত