ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
বয়সকে টেক্কা দিয়ে ৬১ বছরে বাবা হলেন জেমস
ডুয়া বিনোদন ডেস্ক :বাবা হয়েছেন গায়ক মাহফুজ আনাম জেমস। গত বছর তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের জুনে দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।
এর আগে জেমসের দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছিল, যা এক দশক আগে। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয় ঘটে, যা প্রেমের সম্পর্ক এবং পরে বিবাহে গড়ে ওঠে। নামিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক হয়েছেন। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে ৩টায় জন্ম নেন জিবরান। জন্মের সময় জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তানকে নিয়ে দেশে ফেরেন তারা। বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে জেমস বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে আল্লাহর কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।”
জেমস ১৯৯১ সালে প্রথম বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথির সঙ্গে, যেখান থেকে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। ২০০০ সালে জেমসের পরিচয় হয় বেনজীর সাজ্জাদের সঙ্গে, এরপর আমেরিকায় গিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালে দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ ঘটে, যেখানে একটি কন্যাসন্তান রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ