ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
বয়সকে টেক্কা দিয়ে ৬১ বছরে বাবা হলেন জেমস

ডুয়া বিনোদন ডেস্ক :বাবা হয়েছেন গায়ক মাহফুজ আনাম জেমস। গত বছর তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের জুনে দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।
এর আগে জেমসের দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছিল, যা এক দশক আগে। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয় ঘটে, যা প্রেমের সম্পর্ক এবং পরে বিবাহে গড়ে ওঠে। নামিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক হয়েছেন। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে ৩টায় জন্ম নেন জিবরান। জন্মের সময় জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তানকে নিয়ে দেশে ফেরেন তারা। বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে জেমস বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে আল্লাহর কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।”
জেমস ১৯৯১ সালে প্রথম বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথির সঙ্গে, যেখান থেকে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। ২০০০ সালে জেমসের পরিচয় হয় বেনজীর সাজ্জাদের সঙ্গে, এরপর আমেরিকায় গিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালে দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ ঘটে, যেখানে একটি কন্যাসন্তান রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড