ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
এইচএসসিতে ফলাফল জালিয়াতি; শাস্তি পাচ্ছেন ছেলে ও পরীক্ষা নিয়ন্ত্রক বাবা
.jpg)
ডুয়া নিউজ: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এইচএসসি পরীক্ষায় নিজের ছেলের ফলাফল জালিয়াতি করেছেন। এই অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ফৌজদারি মামলা দায়ের করে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বোর্ডের সচিব প্রফেসর ড. এ. কে.এম. সামছু উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন: নারায়ণ চন্দ্র নাথ (৫৬), তার ছেলে নক্ষত্র দেবনাথ (২০), সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান (৬১) এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার (৬১)।
নারায়ণ চন্দ্র নাথ বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত। এর আগে তিনি চট্টগ্রাম অঞ্চলের মাউশি পরিচালক ছিলেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ২৬ নভেম্বর। মামলায় অভিযোগ করা হয়েছে, ফলাফল প্রকাশের আগেই আসামিরা পরস্পর যোগসাজশে নক্ষত্র দেবনাথের ফলাফল পরিবর্তন করেছেন। অপরাধের সময় নারায়ণ চন্দ্র নাথসহ তিনজন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ সালের ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৪ ধারার অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং তদন্ত চলছে।
নক্ষত্র দেবনাথ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে অংশগ্রহণ করেছিলেন। ফলাফলে বাংলা ছাড়া সব বিষয়ে জিপিএ-৫ পান তিনি। তবে, বাংলা বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতে গিয়ে দেখা যায়, পূর্বেই কারা যেন অনলাইনে ১২টি বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। বিষয়টি নিয়ে নারায়ণ চন্দ্র নাথের স্ত্রী বনশ্রী নাথ ২০২৩ সালের ৪ ডিসেম্বর পাঁচলাইশ থানায় একটি জিডি করেন।
এ ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে এবং তারা নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ প্রমাণিত বলে জানায়। এরপর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও