ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বিমানবন্দরের আগুনের কারণে আর্টসেলের কনসার্ট স্থগিত

২০২৫ অক্টোবর ১৯ ১৭:০৬:২৭

বিমানবন্দরের আগুনের কারণে আর্টসেলের কনসার্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক :ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। এর ফলে নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেল সিলেটে অনুষ্ঠিত কনসার্টে অংশ নিতে পারেনি।

শনিবার (১৮ অক্টোবর) সিলেটের ব্লু বার্ড স্কুল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আর্টসেলের। কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় সিলেট পৌঁছানো সম্ভব হয়নি ব্যান্ডটির।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছে আর্টসেল। তারা লিখেছে, “আমরা দুঃখিত। ইনস্ট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়তো যেকোনো সময় ডাক আসবে। তোমরাও অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবু দেখা হলো না!”

বিবৃতিতে ব্যান্ডটি আরও জানায়, বিমানবন্দরের অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। একের পর এক গুদামে আগুন ছড়িয়ে পড়ে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। দুঃখজনকভাবে, এই ঘটনায় বেশ কয়েকজন আনসার ও পুলিশ সদস্যও আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার পর বিমানবন্দরে কিছু ফ্লাইট চালু হলেও আর্টসেলের নির্ধারিত ফ্লাইটটি বাতিলই থেকে যায়। ফলে কোনোভাবেই সিলেটের অনুষ্ঠানে যাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে।

সবশেষে আয়োজক প্রতিষ্ঠান ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্যান্ডটি। তারা আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে আবারও সিলেটে পারফর্ম করার সুযোগ এলে, সেই ভুলটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত