ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

জাল ভোটার কার্ড তিন নায়িকার নামে, তদন্তে নির্বাচন কমিশন

২০২৫ অক্টোবর ১৭ ১১:৫০:২৯

জাল ভোটার কার্ড তিন নায়িকার নামে, তদন্তে নির্বাচন কমিশন

বিনোদন ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় আসন্ন জুবিলি হিলস উপনির্বাচনকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দক্ষিণী চলচ্চিত্রের তিন অভিনেত্রী তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু এবং রাকুলপ্রীত সিং-এর নামে জাল ভোটার কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় সেখানকার নির্বাচন কমিশন তদন্ত শুরু করেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া কার্ডগুলিতে তিন নায়িকাই একই ঠিকানায় তালিকাভুক্ত দেখানো হয়েছে, যা সন্দেহের জন্ম দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত তামান্না, সামান্থা বা রাকুলপ্রীত কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।

উল্লেখ্য, চলতি বছরের জুনে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১১ নভেম্বর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ভি নবীন যাদব, বিআরএস প্রার্থী মগন্তি সুনীতা (প্রয়াত বিধায়কের স্ত্রী) এবং বিজেপির দীপক রেড্ডি।

সম্প্রতি ভুয়া ভোটার কার্ড তৈরির অভিযোগে বিআরএস কংগ্রেসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। সেই প্রেক্ষিতে তিন নায়িকার নামও এ ঘটনায় জড়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত