ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব সংগ্রহে নতুন ইতিহাস
.jpg)
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতিহাস গড়েছে। এই সময়ে রাজস্ব আদায় হয়েছে ৯০,৮২৫ কোটি টাকা, যা দেশের কোনো অর্থবছরের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ। তুলনায়, গত অর্থবছরের একই সময়ে আদায় ছিল ৭৫,৫৫৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে প্রায় ২০.২১ শতাংশ বা ১৫,২৭০ কোটি টাকার সমান।
মূসক খাতে রেকর্ড সংগ্রহ
প্রথম তিন মাসে স্থানীয় মূল্য সংযোজন কর (মূসক) থেকে আয় হয়েছে ৩৪,৮১৯ কোটি টাকা, যা এখন পর্যন্ত প্রথম প্রান্তিকে সর্বাধিক। আগের অর্থবছরের একই সময়ে মূসক আদায় ছিল ২৬,৮৩৮ কোটি টাকা। এনবিআরের কর্মকর্তারা বলছেন, ডিজিটাল ভ্যাট ব্যবস্থাপনা এবং ব্যবসায় স্বচ্ছতা বৃদ্ধির কারণে এই খাতে দ্রুত বৃদ্ধি দেখা গেছে।
আয়কর ও ভ্রমণ করেও প্রবৃদ্ধি
জুলাই-সেপ্টেম্বর সময়ে আয়কর ও ভ্রমণ কর থেকে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা, যা গত বছরের ২৪,৮০ কোটি টাকার তুলনায় ১৮.২৬ শতাংশ বেশি। এনবিআর জানিয়েছে, করদাতার সংখ্যা বৃদ্ধি, রিটার্ন দাখিলের হার বাড়ানো এবং কর ফাঁকি প্রতিরোধে কার্যকর মনিটরিংয়ের কারণে এই সাফল্য সম্ভব হয়েছে।
আমদানি-রফতানি খাতেও ইতিবাচক ফলাফল
এ সময় আমদানি ও রফতানি খাতে রাজস্ব আদায় হয়েছে ২৭,৫২৮ কোটি টাকা। আগের বছর একই সময়ে আদায় ছিল ২৪,৬২৫ কোটি টাকা, যা ১১.৭৪ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা ও ডলারের বাজারে আংশিক স্বস্তি শুল্ক আদায় বাড়াতে সাহায্য করেছে।
তিনটি প্রধান খাতে নতুন রেকর্ড
এনবিআর জানিয়েছে, আয়কর ও ভ্রমণ কর, মূসক এবং আমদানি-রফতানি—তিন খাতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজস্ব প্রশাসনের সংস্কার, মাঠ পর্যায়ে কঠোর তদারকি এবং করের আওতা বৃদ্ধি এই ধারাবাহিক প্রবৃদ্ধিকে সম্ভব করেছে।
এনবিআরের অঙ্গীকার
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজস্ব আদায়ের এই ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রাখতে আমরা কর ফাঁকি প্রতিরোধ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং বকেয়া রাজস্ব পুনরুদ্ধারে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবৃদ্ধি যদি টেকসই হয়, তবে বাজেট ঘাটতি মোকাবিলায় সরকারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। তবে তারা সতর্ক করছেন, কর পরিপালন সংস্কৃতি না গড়ে ওঠলে বছরের শেষভাগে রাজস্ব প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?