ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
শিক্ষকদের সাথে সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: সরকারি ভাতা বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা টানা তৃতীয় দিনের মতো রাজপথে আন্দোলন করছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, “রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা ঘোষণা না আসে, তাহলে লং মার্চ ও কর্মবিরতি অব্যাহত থাকবে।”
অন্যদিকে, আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ–২’ নামের ফেসবুক গ্রুপে কে এম রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী লিখেছেন, “আমরা এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজু ভাস্কর্য থেকে সকাল ১০টায় রাজপথে নামবো। শিক্ষকদের ওপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদ জানাতে এবং তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পাশে থাকতে আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আগামীকাল শ্রদ্ধেয় শিক্ষকরা সচিবালয় অভিমুখে রওনা দেবেন, তাই সম্ভাব্য পুলিশি হামলা থেকে তাদের রক্ষা করতে আমাদের উপস্থিত থাকা প্রয়োজন। আমরা শিক্ষক সমাজের ওপর আর কোনো হামলা সহ্য করবো না—এটা আমাদের নৈতিক দায়িত্ব।”
শিক্ষকরা জানিয়েছেন, তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
এরই মধ্যে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ক্লাস নিচ্ছেন না। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের দাবি, তাদের ওপর হামলার বিচার ও ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলন আরও কঠোর হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল বনাম পর্তুগাল: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)