ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
শিক্ষকদের সাথে সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: সরকারি ভাতা বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা টানা তৃতীয় দিনের মতো রাজপথে আন্দোলন করছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, “রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা ঘোষণা না আসে, তাহলে লং মার্চ ও কর্মবিরতি অব্যাহত থাকবে।”
অন্যদিকে, আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ–২’ নামের ফেসবুক গ্রুপে কে এম রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী লিখেছেন, “আমরা এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজু ভাস্কর্য থেকে সকাল ১০টায় রাজপথে নামবো। শিক্ষকদের ওপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদ জানাতে এবং তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পাশে থাকতে আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আগামীকাল শ্রদ্ধেয় শিক্ষকরা সচিবালয় অভিমুখে রওনা দেবেন, তাই সম্ভাব্য পুলিশি হামলা থেকে তাদের রক্ষা করতে আমাদের উপস্থিত থাকা প্রয়োজন। আমরা শিক্ষক সমাজের ওপর আর কোনো হামলা সহ্য করবো না—এটা আমাদের নৈতিক দায়িত্ব।”
শিক্ষকরা জানিয়েছেন, তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
এরই মধ্যে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ক্লাস নিচ্ছেন না। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের দাবি, তাদের ওপর হামলার বিচার ও ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলন আরও কঠোর হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে