ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বিচ্ছেদের জল্পনার মাঝেই ভালোবাসার বার্তা অভিষেকের

২০২৫ অক্টোবর ১৪ ০০:৪২:০৪

বিচ্ছেদের জল্পনার মাঝেই ভালোবাসার বার্তা অভিষেকের

বিনোদন ডেস্ক: বলিউড তারকা দম্পতিদের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে সব জল্পনা মিথ্যা প্রমাণ করে দিলেন অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি তিনি তার অভিনয় জীবনের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 'সেরা অভিনেতা'র সম্মান অর্জন করেছেন। এই ঐতিহাসিক মুহূর্তে পুরস্কার হাতে নিয়ে মঞ্চ থেকে অভিষেক তার সাফল্য স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং কন্যা আরাধ্যাকে উৎসর্গ করেছেন।

আবেগঘন কণ্ঠে অভিষেক বলেন, "ঐশ্বরিয়া আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।" তিনি আরও জানান, গত ২৫ বছর ধরে এই পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখছিলেন এবং আজ তা সত্যি হয়েছে। তার পরিবার এই জয়ে তার থেকেও বেশি খুশি বলে উল্লেখ করেন।

অভিষেক তার সকল পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদ জানান যারা গত ২৫ বছর ধরে তাকে কাজের সুযোগ দিয়ে আস্থা রেখেছেন। তিনি মনে করেন, এই পুরস্কার পাওয়া সহজ ছিল না, তবে তিনি এর যোগ্য হতে পেরেছেন।

সুজিত সরকার পরিচালিত 'আই ওয়ান্ট টু টক' ছবিতে জীবনের শেষ পর্যায়ে এক অসুস্থ বাবার মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার গল্পে অনবদ্য অভিনয়ের জন্য অভিষেক এই পুরস্কার জিতেছেন। তার তুখোড় অভিনয়ই তাকে এই বিশেষ সম্মান এনে দিয়েছে। পুরস্কার গ্রহণের সময় তিনি বাবা অমিতাভ বচ্চন এবং কন্যা আরাধ্যাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে ভোলেননি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত