ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

হিরো আলমের ওপর হামলায় জড়িত রিয়া মনি

২০২৫ অক্টোবর ১২ ২০:৪৫:৫০

হিরো আলমের ওপর হামলায় জড়িত রিয়া মনি

বিনোদন ডেস্ক: রাজধানীর আফতাব নগরে হামলার শিকার হয়েছেন হিরো আলম। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হিরো আলমের অভিযোগ, কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে মারধর করেছেন এবং হত্যার চেষ্টা চালিয়েছেন।

হিরো আলম বলেন, ‘আমাকে মারধর করা হয়েছে। তারা বারবার জিজ্ঞেস করছিল কেন আমি নির্বাচনে অংশ নিচ্ছি। পরে আমাকে অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে লাঠি ও ধারালো জিনিস দিয়ে আঘাত করেছে।’ এ ঘটনায় তিনি ম্যাক্স অভি, মিথিলা ও আরও দু’জনকে আসামি করে ৫ অক্টোবর বাড্ডা থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ম্যাক্স অভিকে গ্রেফতার করা হয়েছে।

হিরো আলমের স্ত্রী রিয়া মনিকে নিয়ে কিছু নেটিজেন সন্দেহ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, আগে যখন ম্যাক্সকে গণধোলাই দেওয়া হচ্ছিল, তখন রিয়া তাকে জড়িয়ে ধরেছিলেন, কিন্তু হিরো আলমের ওপর হামলার সময় তা হয়নি। তবে হিরো আলম এ বিষয়ে মন্তব্য করতে চাইছেন না। তিনি বলেন, ‘আমি ঠিক জানি না। সময়ই দেখাবে কে হামলার পিছনে ছিলেন।’

মামলার বিবরণ অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় হিরো আলম আফতাব নগরের মেইন রোড দিয়ে যাচ্ছিলেন। তখন এজাহারে নাম উল্লেখিত চারজন ও আরও ছয়জন অজ্ঞাত আসামি তিনটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। তাঁকে পাশের কাশবনে নিয়ে গিয়ে কাঠের লাঠি এবং লোহার ধারালো স্কেল দিয়ে আঘাত করা হয়। বাম হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করায় গুরুতর আহত হন। পরবর্তীতে তার মাথা ও শরীরে এলোপাথাড়ি লাথি, ঘুসি ও চড় মারা হয় এবং তার মোবাইল ভাঙা হয়।

হিরো আলম স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শুরু হয়। হামলাকারীরা এই ঘটনার সময় বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়েছিল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত