ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

১৯ বছরের ঐতিহ্য ভাঙল, শরৎ উৎসব আর হচ্ছে না চারুকলায়

২০২৫ অক্টোবর ১০ ০১:৪৮:১৮

১৯ বছরের ঐতিহ্য ভাঙল, শরৎ উৎসব আর হচ্ছে না চারুকলায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছে চারুকলা অনুষদ। প্রতি বছর নিয়ম মেনে এই জায়গায় উৎসবটি হলেও, শেষ মুহূর্তে 'গোলযোগ' হওয়ার শঙ্কার কথা জানিয়ে চারুকলা কর্তৃপক্ষ অনুমতি বাতিল করেছে বলে দাবি করেছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

মানজার চৌধুরী সমকালকে জানান, তারা যথাযথ নিয়ম মেনে বকুলতলার জায়গাটি ২৬ হাজার টাকা ভাড়ায় নিয়েছিলেন এবং ভাড়াও পরিশোধ করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় চারুকলা কর্তৃপক্ষ মৌখিকভাবে জানায় যে, সেখানে অনুষ্ঠান করলে 'গোলযোগ' হতে পারে, তাই অনুষ্ঠানটি করা যাবে না। যদিও তাদের কাছে অনুষ্ঠান আয়োজনের লিখিত অনুমতিপত্র রয়েছে। রাতে সরঞ্জাম নিয়ে গেলেও চারুকলার গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, "এখানে অনুষ্ঠান করা নিয়ে অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। আমাদের শিক্ষার্থীদের নানা পক্ষ থেকেও আপত্তি থাকার কারণে অনুষ্ঠানটি আগামীকাল এখানে করতে মানা করা হয়েছে।"

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠান করতে না পারলেও, বিকল্প ভেন্যুতে ‘শরৎ উৎসব’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন মানজার চৌধুরী। তিনি বলেন, "আমরা ১৯ বছর ধরে শরৎ উৎসব করে আসছি। গত বছরও আমরা শরৎ উৎসব চারুকলায় করেছি। এবারের আয়োজনটি আমাদের চারুকলায় করতে দেওয়া হচ্ছে না। আমরা সকাল সাড়ে ৭টায় গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে শরৎ উৎসব করব। ইতোমধ্যে ঢাকার বাইরে থেকেও আমাদের শিল্পীরা এসেছেন।"

এদিকে, বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি পোস্টার ছড়িয়ে পড়ে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনকে দেখা যায়, যাদের মধ্যে মানজার চৌধুরীও ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত