ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
১৯ বছরের ঐতিহ্য ভাঙল, শরৎ উৎসব আর হচ্ছে না চারুকলায়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছে চারুকলা অনুষদ। প্রতি বছর নিয়ম মেনে এই জায়গায় উৎসবটি হলেও, শেষ মুহূর্তে 'গোলযোগ' হওয়ার শঙ্কার কথা জানিয়ে চারুকলা কর্তৃপক্ষ অনুমতি বাতিল করেছে বলে দাবি করেছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
মানজার চৌধুরী সমকালকে জানান, তারা যথাযথ নিয়ম মেনে বকুলতলার জায়গাটি ২৬ হাজার টাকা ভাড়ায় নিয়েছিলেন এবং ভাড়াও পরিশোধ করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় চারুকলা কর্তৃপক্ষ মৌখিকভাবে জানায় যে, সেখানে অনুষ্ঠান করলে 'গোলযোগ' হতে পারে, তাই অনুষ্ঠানটি করা যাবে না। যদিও তাদের কাছে অনুষ্ঠান আয়োজনের লিখিত অনুমতিপত্র রয়েছে। রাতে সরঞ্জাম নিয়ে গেলেও চারুকলার গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, "এখানে অনুষ্ঠান করা নিয়ে অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। আমাদের শিক্ষার্থীদের নানা পক্ষ থেকেও আপত্তি থাকার কারণে অনুষ্ঠানটি আগামীকাল এখানে করতে মানা করা হয়েছে।"
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠান করতে না পারলেও, বিকল্প ভেন্যুতে ‘শরৎ উৎসব’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন মানজার চৌধুরী। তিনি বলেন, "আমরা ১৯ বছর ধরে শরৎ উৎসব করে আসছি। গত বছরও আমরা শরৎ উৎসব চারুকলায় করেছি। এবারের আয়োজনটি আমাদের চারুকলায় করতে দেওয়া হচ্ছে না। আমরা সকাল সাড়ে ৭টায় গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে শরৎ উৎসব করব। ইতোমধ্যে ঢাকার বাইরে থেকেও আমাদের শিল্পীরা এসেছেন।"
এদিকে, বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি পোস্টার ছড়িয়ে পড়ে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনকে দেখা যায়, যাদের মধ্যে মানজার চৌধুরীও ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো