ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের ইশতেহার ঘোষণা

২০২৫ অক্টোবর ০৮ ২৩:৫১:২৩

চাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা তাদের ইশতেহার ঘোষণা করেছেন। দুটি প্যানেলই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন, যেখানে ৬৯টি সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন ও এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এই ইশতেহার প্রকাশ করেন। তাদের মূল বিষয়গুলো হলো শিক্ষা ও গবেষণায় প্রাধান্য, মানসম্মত খাদ্য ও আবাসন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা, সাহিত্য-সংস্কৃতি-ক্রীড়ার সমৃদ্ধি এবং ক্যারিয়ার উন্নয়নে সহায়তা। তারা নির্বাচিত হলে এক বছরের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেন।

অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে, যেখানে নয়টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ও এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না এই প্রতিশ্রুতি তুলে ধরেন। তাদের ৯টি ফোকাস পয়েন্ট হলো আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার, নারীবান্ধব ক্যাম্পাস এবং ওয়েলফেয়ার কার্যক্রম। তাদের ৩৩ দফা সংস্কার প্রস্তাবনার মধ্যে রয়েছে একাডেমিক ক্যালেন্ডারে চাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করা, আবাসন সংকট নিরসন, শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি, সেশনজট নিরসন, ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনা ধারণ এবং নারীবান্ধব কমনরুম নিশ্চিতকরণ। তারা নির্বাচিত হলে ১২ মাসের মধ্যে এই দফাগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত