ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

৩ ঘণ্টা জ্যামে আটকা উপদেষ্টা, গন্তব্যে গেলেন মোটরসাইকেলে

২০২৫ অক্টোবর ০৮ ১৩:৫৭:৪৯

৩ ঘণ্টা জ্যামে আটকা উপদেষ্টা, গন্তব্যে গেলেন মোটরসাইকেলে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-সিলেট মহাসড়কের ভয়াবহ যানজট থেকে রেহাই পেতে অবশেষে মোটরসাইকেলে চড়ে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) সকালে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে রওনা হওয়ার পর বাহাদুরপুর এলাকায় তার গাড়ির বহর দীর্ঘ যানজটে আটকা পড়ে। মাত্র ১৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে তিন ঘণ্টা।

এর আগে উপদেষ্টা ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশনে এসে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। কিন্তু সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট দেখা দেয়। হাইওয়ে পুলিশের দাবি, সড়ক সংস্কারকাজে একপাশ বন্ধ থাকায় এবং মালামাল ফেলে রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পে কাজ চলছে ধীরগতিতে। বিশেষ করে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে এ পথে যানবাহনের সময় লেগে যাচ্ছে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত।

উপদেষ্টা ফাওজুল কবির খানের পরিদর্শনকে ঘিরে গত রোববার থেকে সড়কের খানাখন্দ পূরণের কাজ শুরু হয়। কিন্তু একপাশ বন্ধ রেখে সংস্কার চালানোর ফলে যানজট আরও বেড়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালেও তীব্র যানজট তৈরি হয়।

আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম জানান, উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরুর পর মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে চড়ে সরাইলে গিয়ে সড়কের অবস্থার সরেজমিন পরিদর্শন করেন।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত