ঢাকা, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
৩ ঘণ্টা জ্যামে আটকা উপদেষ্টা, গন্তব্যে গেলেন মোটরসাইকেলে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-সিলেট মহাসড়কের ভয়াবহ যানজট থেকে রেহাই পেতে অবশেষে মোটরসাইকেলে চড়ে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) সকালে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে রওনা হওয়ার পর বাহাদুরপুর এলাকায় তার গাড়ির বহর দীর্ঘ যানজটে আটকা পড়ে। মাত্র ১৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে তিন ঘণ্টা।
এর আগে উপদেষ্টা ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশনে এসে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। কিন্তু সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট দেখা দেয়। হাইওয়ে পুলিশের দাবি, সড়ক সংস্কারকাজে একপাশ বন্ধ থাকায় এবং মালামাল ফেলে রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পে কাজ চলছে ধীরগতিতে। বিশেষ করে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে এ পথে যানবাহনের সময় লেগে যাচ্ছে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত।
উপদেষ্টা ফাওজুল কবির খানের পরিদর্শনকে ঘিরে গত রোববার থেকে সড়কের খানাখন্দ পূরণের কাজ শুরু হয়। কিন্তু একপাশ বন্ধ রেখে সংস্কার চালানোর ফলে যানজট আরও বেড়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালেও তীব্র যানজট তৈরি হয়।
আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম জানান, উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরুর পর মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে চড়ে সরাইলে গিয়ে সড়কের অবস্থার সরেজমিন পরিদর্শন করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- ব্রাজিল বনাম মরক্কো: ৩ গোলে শেষ হলো ম্যাচ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)