ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানি শুরু
নিজস্ব প্রতিবেদক: সার উৎপাদনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে পেট্রোবাংলাসহ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের বক্তব্য শোনার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানি।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর বিয়াম ল্যাবরেটরিতে আয়োজিত এ শুনানিতে সার খাতের জন্য বিশেষভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হয়, যা এবারই প্রথম আলাদা শ্রেণিতে করা হলো।
উদ্বোধনী বক্তব্যে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “গণশুনানি একটি আইনি প্রক্রিয়া। প্রস্তাবের ন্যায্যতা প্রমাণের দায়িত্ব প্রস্তাবকারীর, আবার কেউ ভিন্ন মত দিলে সেটির যৌক্তিকতাও প্রমাণ করতে হবে।” তিনি পেট্রোবাংলার প্রতি আহ্বান জানান, সার খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের বিষয়টি তাদের উপস্থাপনায় স্পষ্টভাবে তুলে ধরতে।
এর আগে সাধারণত সব শ্রেণির গ্যাসের দাম একসঙ্গে বাড়ানোর প্রস্তাব দেওয়া হতো। তবে এবার সার উৎপাদনের জন্য বিশেষভাবে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো। তাদের দাবি, অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ছাড়া সার কারখানাগুলোতে পর্যাপ্ত সরবরাহ সম্ভব নয়। প্রস্তাব অনুযায়ী, প্রতি ঘনমিটার গ্যাসের দাম বর্তমান ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার কথা বলা হয়েছে—এক লাফে ২৪ টাকা বাড়ানো হবে।
পেট্রোবাংলা ও গ্যাস কোম্পানিগুলোর ব্যাখ্যা, নতুন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এলএনজি আমদানি অপরিহার্য। এতে বছরে যে বাড়তি ব্যয় হবে, তা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) বহন করতে হবে। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সার কারখানায় গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৪ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে তা বাড়িয়ে বর্তমান ১৬ টাকায় উন্নীত করা হয়। তবে বিসিআইসি এই বাড়তি মূল্য পরিশোধে পিছিয়ে রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক