ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

বৌদ্ধ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

২০২৫ অক্টোবর ০৫ ১৬:৫৬:০৪

বৌদ্ধ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং ধর্মীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার (৫ অক্টোবর) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নেতারা প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিহার পরিদর্শনের আমন্ত্রণও জানান।

প্রেস উইং জানায়, একই সঙ্গে রাজধানীর উত্তরায় বৌদ্ধ ধর্মের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ দেওয়ায় ড. ইউনূসকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বৌদ্ধ নেতারা বলেন, পূর্বে ঢাকায় মৃত্যুর পর চট্টগ্রামে সৎকার করতে হতো, কিন্তু নতুন বরাদ্দের মাধ্যমে এখন শহরে শেষকৃত্যের সুযোগ তৈরি হয়েছে।

বৈঠকে নেতারা কঠিন চীবরদান উদযাপনের প্রস্তুতি, তীর্থযাত্রার সরকারি ব্যবস্থা, বৌদ্ধ পণ্ডিত ও ধর্মগুরুদের কার্যক্রম, এবং অতীশ দীপঙ্করের নামে একটি জ্ঞানচর্চা কেন্দ্র গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়া তারা ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সার্বক্ষণিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতির ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত