ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

রাষ্ট্রপতির ছবি ইস্যুতে কূটনৈতিক মিশনে আইনি চিঠি

২০২৫ অক্টোবর ০৫ ১৬:০৩:৩১

রাষ্ট্রপতির ছবি ইস্যুতে কূটনৈতিক মিশনে আইনি চিঠি

মো: আবু তাহের নয়ন:বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তে জাতীয় পর্যায়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ, রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা বাংলাদেশের দীর্ঘদিনের রীতি ও রাষ্ট্রীয় প্রোটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) অনুযায়ী, “রাষ্ট্রপতি হইবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সব ব্যক্তির ওপর অগ্রাধিকারপ্রাপ্ত হইবেন।” নোটিশে বলা হয়, রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ সংবিধানবিরোধী, রাষ্ট্রীয় প্রোটোকল লঙ্ঘনকারী এবং রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার অবমাননা।

এছাড়া, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ, অপসারণ বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে বৈধ থাকেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত