ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
মুম্বাই বিমানবন্দরে রণবীর–দীপিকার হঠাৎ দেখা
বিনোদন ডেস্ক :একসময় বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম ছিল টক অব দ্য টাউন। মিডিয়া ও অনুরাগীদের সামনে তারা খোলামেলাভাবে ভালোবাসার প্রকাশ করতেন। তবে সম্পর্কের পরিণতি সুখকর হয়নি; শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই রণবীর জড়িয়ে পড়েন ক্যাটরিনা কাইফের সঙ্গে। এরপর তিক্ততা তৈরি হয়ে বিচ্ছেদ হয় তাদের।
যদিও পরবর্তীতে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনেন দুজন। বলিউডের পার্টি ও অ্যাওয়ার্ড শোতেও একসঙ্গে দেখা গেছে তাদের। এবার ফের মুম্বাই বিমানবন্দরে মুখোমুখি হলেন দুই প্রাক্তন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধূসর রঙের কো-অর্ড সেট ও সাদা জুতা পরে গাড়ি থেকে নামছেন দীপিকা। চোখে গাঢ় সানগ্লাস, হাতে হ্যান্ডব্যাগ। কিছুক্ষণ পর কালো পোশাক পরে বিমানবন্দরে আসেন রণবীর কাপুর। পাপারাৎজিদের উদ্দেশে পোজ দিয়ে হাত নেড়ে গেটের দিকে যান তিনি।
গেট দিয়ে ঢোকার সময় ব্যাটারি গাড়িতে বসে থাকা দীপিকার দিকে তাকিয়ে রণবীর হাত নাড়েন। পরে তারা একই গাড়িতে ওঠেন, একে অপরকে আলিঙ্গন করেন এবং পাশাপাশি বসে কথাও বলেন। অন্য এক ক্লিপে দেখা যায়, গন্তব্যে পৌঁছানোর পরও তারা একে অপরকে জড়িয়ে ধরেন। বিমানবন্দর থেকে বের হওয়ার আগে দ্রুত আরেকবার আলিঙ্গন করে নিজেদের গাড়ির দিকে হাঁটেন দুজন।
রণবীর ও দীপিকা ‘বাচনা এ হাসিনো’ ছবিতে একসঙ্গে কাজ করার পর প্রায় দুই বছর ডেট করেছিলেন। পরে দীপিকা ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন। তাদের কন্যাসন্তানের নাম দুয়া। অন্যদিকে, রণবীর ২০২২ সালের এপ্রিলে আলিয়া ভাটকে বিয়ে করেন, একই বছর তাদের কোলজুড়ে আসে কন্যা রাহা।
কাজের দিক থেকে রণবীরকে আগামীতে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে, যেখানে তার সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। এছাড়া নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ সাঁই পল্লবীর বিপরীতে অভিনয় করবেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘অ্যানিমেল’ ছবিতে। অন্যদিকে দীপিকাকে দেখা যাবে আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি কুমারের আসন্ন সিনেমায় এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ