ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ
নিজস্ব প্রতিবেদক: আজ মহাঅষ্টমী, শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান দিন। এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজনে রয়েছে ‘কুমারী পূজা’, যেখানে কুমারী বালিকার মধ্যে মাতৃশক্তির প্রতীক কল্পনা করে ভক্তরা তাকে দেবীজ্ঞানে পূজা করেন। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরের মতো এবারও হাজারো সনাতন ধর্মাবলম্বী এই পূজা উদ্যাপন করতে সমবেত হয়েছেন।
রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছর কুমারী পূজা হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর আগে মহাষ্টমীর পূজা শুরু হবে সকাল ৬টা ১০ মিনিটে, পুষ্পাঞ্জলি হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং মধ্যাহ্ন প্রসাদ বিতরণ হবে দুপুর ১২টায়। সন্ধিপূজা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।
শাস্ত্রমতে, এক থেকে ১৬ বছরের অবিবাহিত কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়। শ্রী রামকৃষ্ণ বলেছেন, শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর রূপ সবচেয়ে বেশি প্রকাশ পায়, আর সেই মাতৃরূপ উপলব্ধিই কুমারী পূজার উদ্দেশ্য।
রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক উত্তম মহারাজ বলেন, ‘কুমারী পূজা নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা জানানোর এক বিশেষ উপায়। শাস্ত্রেও বলা হয়েছে, প্রতিটি নারীর মধ্যেই দেবীশক্তি বিদ্যমান। তাই মহাঅষ্টমীতে আমরা কুমারী পূজা আয়োজন করি।’
নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আশ্রম কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশ, র্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের কুমারী পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
কুমারী পূজার উৎপত্তি নিয়ে বলা হয়, অসুর কোলাসুরকে দমন করার সময় দেবী মানবকন্যারূপে অবতীর্ণ হয়ে তাকে বধ করেছিলেন। সেই থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রথা শুরু হয়।
শাস্ত্র অনুযায়ী, কুমারীর বয়স অনুযায়ী ভিন্ন ভিন্ন নামেও তাদের অভিহিত করা হয়। যেমন— এক বছরের কন্যা ‘সন্ধ্যা’, দুই বছরের কন্যা ‘সরস্বতী’, দশ বছরের কন্যা ‘অপরাজিতা’, বারো বছরের কন্যা ‘ভৈরবী’ এবং ষোলো বছরের কন্যা ‘অন্নদা বা অম্বিকা’।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি