ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
সরকারের সাফল্যকে ম্লান করতেই শেয়ারবাজারকে টার্গেট!
নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গঠিত হয় বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের। যার নেতৃত্বে রয়েছে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পরই দেশের অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেখিয়ে যাচ্ছেন তিনি। গত সরকারের শুন্য রিজার্ভ থেকে রেকর্ড পরিমাণ অর্জন করেছেন রেমিট্যান্সে।
বিগত সরকারের আমলে ২০১০ সালের মহাধসের পর থেকেই শেয়ারবাজার ছিল তলানীতে। কিন্তু বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে শেয়ারবাজার। চলতি বছরের শুরু থেকেই আগস্ট পর্যন্ত শেয়ার মার্কেটে রেকর্ড গড়ার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসররা বর্তমানের সরকারের সাফল্যকে ম্লান করে দিয়ে বেকায়দায় ফেলে দেয়ার পাঁয়তারা করছে। এই দোসরদের অনেকেই এখনো সরকারের ভেতরে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। তারাই বিভিন্নভাবে সরকারকে কোণঠাসা ও বিতর্কিত করতে সক্রিয় রয়েছেন। তারা আর কোনো সেক্টর না পেয়ে শেয়ারবাজারকে টার্গেট করেছে, এমন অভিযোগ বিনিয়োগকারীদের।
জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর। শেয়ারবাজারে যখন স্থিতিশীলতা ফিরে এসেছে তখনই এই দোসর এক বছরে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করা বিনিয়োগকারীদের তালিকা চেয়ে চিঠি দেন বিএসইসিতে। আর চিঠি প্রকাশের পর থেকেই বাজারে ধারাবাহিক দরপতন শুরু হয়। মাত্র ৭ দিনের ব্যবধানেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সুচক ১৮৬.৬৪ পয়েন্ট কমে যায়।
বাজার সংশ্লিষ্টদেরর মতে, বাজারের এমন ইতিবাচক পরিস্থিতির মধ্যে কোনো দরকার ছিল না চিঠি ইস্যূ করার। এটা করা হয়েছে বর্তমান সরকারের সাফল্যকে ম্লান করে দেয়ার জন্য। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে এই সরকারকে ব্যর্থ ও বিতর্কিত করতে পাঁয়াতারা করছেন। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে ফ্যাসিস্ট সরকারের দোসররা চাইছে তা বানচাল করতে। এর পরিকল্পনা হিসেবে বর্তমানে শেয়ারবাজারকে টার্গেট করা হয়েছে। তবে এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আতঙ্গিত না হয়ে সতর্কতারা সাথে লেনদেনে অংশগ্রহণ করা উচিত বলে বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল কম। পরর্বর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু বেলা দুপুর ১২টার সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭.১৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০.২৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭১.৫৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৩০৩টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬২১ কোটি ৪৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৭৬ কোটি ৭১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন সিএসইতে ২০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৫৪টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪০.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮.২৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৭৪.০৪ পয়েন্ট কমেছিল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি