ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
উত্তাল রাবি, পূর্ণদিবস কর্মবিরতিতে শিক্ষক-কর্মকর্তারা
-1.jpg)
নিজস্ব প্রতিবেদক: সহ-উপাচার্য লাঞ্ছিতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের নিচে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে এ কর্মসূচিতে শিক্ষকদের উপস্থিতি দেখা যায়নি।
কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, শনিবার যেসব শিক্ষার্থী সহ-উপাচার্যের গায়ে হাত তুলেছে তাদেরকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে। একইসঙ্গে প্রাতিষ্ঠানিক নানা সুবিধা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে উপ-উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং তার বাসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।
অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা হুঁশিয়ারি দিয়ে বলেন, গতকালের ঘটনায় যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে, আর বহিরাগতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। শাস্তি নিশ্চিত না হলে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেব।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রশাসনিক ভবন থেকে বের হলে সহ-উপাচার্যের গাড়ি আটকে দেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তার বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিলে তিনি জুবেরী ভবনে আশ্রয় নেন। সেখানে প্রক্টর মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা আটকে পড়েন।
শনিবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আবদুল আলিম সংবাদ সম্মেলনে রবিবার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেবেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা