ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

রুমানা-মুক্তি ও ওমর সানীর ক্ষোভে তোলপাড়

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৪:৫৪:৩৩

রুমানা-মুক্তি ও ওমর সানীর ক্ষোভে তোলপাড়

নিজস্ব প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুরস্কার অনুষ্ঠান ঘিরে অশ্লীল পোশাক ও ব্যবসায়িক উদ্দেশ্যে পুরস্কার বিতরণের অভিযোগ সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তুলেছে। কথিত মডেল ও অভিনেত্রীদের পোশাকের কারণে শুরু হওয়া সমালোচনা প্রথমে মুখ খোলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসে অসংখ্য শিল্পী, সাংবাদিক ও দর্শক সমর্থন প্রকাশ করেছেন।

এরপর ‘চাঁদের আলো’ সিনেমার নায়ক ওমর সানী একই প্রসঙ্গে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেছেন, অনেক পুরস্কার অনুষ্ঠান আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে আয়োজিত হয়। অতিথি সেজে বা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ হাজার থেকে শুরু করে এক লাখ টাকার বিনিময়ে পুরস্কার পাওয়া সম্ভব হচ্ছে। এ ধরনের লোভ ও অসৎ কর্মকাণ্ডের কারণে এসব অনুষ্ঠানের আয়োজন হচ্ছে এবং বিনোদন অঙ্গনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

ওমর সানীর বক্তব্য প্রকাশিত হওয়ার পর সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। শিল্পী ও দর্শকরা বলছেন, অশ্লীল পোশাক এবং টাকার বিনিময়ে পুরস্কারের অভিযোগ সত্য হলে, এটি শুধু বিনোদন অঙ্গনের জন্য নয়, পুরো সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য হুমকি হিসেবে কাজ করবে। তাই বিষয়টি যথাযথভাবে তদন্ত ও পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে উঠেছে।

নয়ন

ট্যাগ: ওমর সানী
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত