ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

 ঢাকায় চীনা ভিসা অফিস সাময়িকভাবে বন্ধ

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৮:১০:০৫

 ঢাকায় চীনা ভিসা অফিস সাময়িকভাবে বন্ধ

নিজস্ব প্রতিবেদক :ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। চীনের জাতীয় দিবস ও অন্যান্য সরকারি ছুটির কারণে আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভিসা অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে ভিসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ৯ অক্টোবর (বুধবার) থেকে দূতাবাসের ভিসা কার্যক্রম যথারীতি চালু হবে। এছাড়া ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর তারিখে ভিসা অফিস নিয়মিত কর্মদিবস হিসেবে খোলা থাকবে।

ভিসা আবেদনের পরিকল্পনা থাকা বাংলাদেশি নাগরিকদের চীন দূতাবাসের এই নির্ধারিত ছুটির বিষয়টি মাথায় রেখে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত