ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

ক্যাটরিনা-ভিকির ঘরে নতুন অতিথির আগমনী বার্তা

২০২৫ সেপ্টেম্বর ১৫ ২১:৫২:১১

ক্যাটরিনা-ভিকির ঘরে নতুন অতিথির আগমনী বার্তা

বিনোদন ডেস্ক: বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের পরিবারে নতুন অতিথির আগমনী বার্তা নিয়ে জল্পনা তুঙ্গে। গত জুলাই মাসে ক্যামেরাবন্দি ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনার চলাফেরা এবং ভিকির বাড়তি সতর্কতায় তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। এবার কৌশল পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের মন্তব্য সেই জল্পনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।

সূত্রমতে, ক্যাটরিনা কাইফ প্রথম সন্তানের অপেক্ষায় আছেন এবং আর মাত্র মাস দেড়েকের মধ্যে কৌশল পরিবারে নতুন সদস্য আসছে। জানা গেছে, চলতি বছর অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের শুরুর দিকে ক্যাটরিনা সন্তানের জন্ম দেবেন। যদিও তারকাদম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

ভিকি-ক্যাটরিনার বিয়ের মতো এবারও তারা বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও ফটো সাংবাদিকদের ক্যামেরা ফাঁকি দিতে পারেননি বলে মনে করা হচ্ছে। গত জুলাই মাসে আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার সময়ের ছবি থেকেই এই গুঞ্জনের শুরু।

এছাড়াও, গত মাসখানেক ধরে ক্যাটরিনা কাইফকে লাইমলাইট ও ক্যামেরার সামনে তুলনামূলক কম দেখা যাচ্ছে। শাশুড়ির সঙ্গে মহাকুম্ভে পুণ্যস্নানের পর তাকে আর জনসমক্ষে দেখা যায়নি, যা তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনাকে আরও জোরালো করেছে।

বলিউড সূত্রে খবর, এবারের বড়দিন 'খুদে কৌশল'কে নিয়েই উদযাপন করবেন এই তারকাদম্পতি। মা হওয়ার পর ক্যাটরিনা কাজ থেকে দীর্ঘ বিরতি নিতে চলেছেন। বিয়ের পর থেকেই সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তিনি সচেতন হয়েছেন এবং পর্দায় তাকে তুলনামূলক কম দেখা যাচ্ছে। এখন তিনি মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চান বলে জানা গেছে।

রণবীর-দীপিকা, রণবীর-আলিয়া, বরুণ-নাতাশাসহ বলিউডের বর্তমান প্রজন্মের অনেক তারকা দম্পতিই ইতোমধ্যে মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন। এই পরিপ্রেক্ষিতে ভিকি-ক্যাটরিনা অনুরাগীদেরও প্রত্যাশা ছিল তাদের সংসারে নতুন অতিথি আসুক। মনে হচ্ছে, এবার অনুরাগীদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত