ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

পপি জন্মদিনে ফ্যান নয়, পরিবার ও এতিমখানায় সময়

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৭:৫৬:৫৬

পপি জন্মদিনে ফ্যান নয়, পরিবার ও এতিমখানায় সময়

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে শোবিজ থেকে আড়ালে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বামী ও সন্তানসহ প্রকাশ্যে আসেন তিনি।

আজ পপির জন্মদিন। এই প্রসঙ্গে পপি বলেন, “যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন উৎসবের মতো হতো। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।”

জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে পপি উল্লেখ করেন, “পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়। একসময় ভেবেছিলাম সবাই আমার, পরে দেখলাম কেউই আর আমার নেই। কঠিন সময়ে ইন্ডাস্ট্রি মানুষ এবং স্বামী আদনানের সমর্থন পথচলাকে সহজ করেছে।”

অভিনয়ে ফিরে আসার বিষয়ে পপি বলেন, “এখন কিছু বলা সম্ভব নয়। আপাতত অভিনয় করছি না, সংসার নিয়েই ব্যস্ত আছি।” তবে শোনা যাচ্ছে, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ শুরু হতে পারে। এছাড়া তাঁর অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’ শিগগিরই মুক্তি পাবে।

ঢাকাই সিনেমায় অভিষেক হয় গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমার মাধ্যমে।

২০০৩ সালে ‘কারাগার’ সিনেমার জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরে ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত