ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
মধ্য এশিয়া থেকেও ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের
নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান থেকেও ফেরত পাঠানো হচ্ছে ১৮০ জন অনিবন্ধিত বাংলাদেশিকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে এয়ারো নোমাড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) তাদের ফেরত পাঠানোর কথা ছিল, তবে অনিবার্য কারণে নির্ধারিত ফ্লাইটটি বাতিল হয়।
তাশখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, অনিবন্ধিত থাকার কারণে কিরগিজস্তান সরকার এই বাংলাদেশিদের ডিপোর্ট করছে। এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জানা গেছে, গার্মেন্টসসহ বিভিন্ন খাতে উচ্চ বেতনের চাকরি কিংবা অন্য দেশে যাওয়ার আশায় তারা কিরগিজস্তানে যান। অনেকেই ইউরোপে পাঠানোর প্রলোভন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পাচারকারী চক্রের প্রলোভনসুলভ ভিডিও দেখে উজবেকিস্তান হয়ে কিরগিজস্তানে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারেন— প্রতারণার ফাঁদে পড়েছেন।
এর আগেও একই কৌশলে বাংলাদেশিদের মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে প্রতারণা করেছে মানবপাচারকারীরা। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে মঙ্গলবার রাতে ওই ১৮০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
ফেরত আসা বাংলাদেশিদের সহায়তায় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে জরুরি সেবা দেবে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
এর আগে গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে বৈধ কাগজপত্র না থাকায় ৩০ জন বাংলাদেশিকে হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়। দেশটিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসীবিরোধী নীতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।
এরও আগে, ৩০ আগস্ট যুক্তরাজ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ জন বাংলাদেশিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে