ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ
নিজস্ব প্রতিবেদক : ঢালিউডের একসময়ের জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ আবারও দেশে ফিরেছেন, তবে ফেরার পর তার কণ্ঠে ভেসে উঠেছে চরম হতাশা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা এই অভিনেতা বলছেন, যদি তিনি বাংলাদেশে থাকতেন, তাহলে হয়তো হাত পেতে ভিক্ষা করতে হতো।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ শরীফ বলেন,“চলচ্চিত্রে কতজন মানুষ আছে যে নিশ্চিত করে বলতে পারে তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই। মিথ্যা বলার কিছু নেই। সবাই বলছে, শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে।”
তিনি আরও বলেন, “আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, নিশ্চিত করে বলতে পারি— আমাকে লোকেদের কাছে হাত পেতে ভিক্ষা করে খেতে হতো। বলতাম ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।”এই বর্ষীয়ান অভিনেতা জানান, দেশের বিনোদন শিল্পে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে উঠেছে। অনেক শিল্পী বাধ্য হয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন, শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশন শিল্পীরাও একই পথে হাঁটছেন।
আহমেদ শরীফ বলেন, “দেশে আনন্দ, বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, মঙ্গল করুক। তবে শিল্পীদের জন্য সরকারিভাবে একটি সুরক্ষিত জীবনব্যবস্থা নিশ্চিত করতে হবে।”সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আগামীতে যদি দেশে আসি সরকারের কাছে চাইব— শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা থাকতে হবে। শিল্পীরা যেন নিশ্চিন্ত জীবন পায়, আমি সরকারের কাছে এ দাবি জানাব।”
প্রসঙ্গত, আহমেদ শরীফকে সর্বশেষ দেখা গেছে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবিতে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাকিব খান।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস