ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
এসআইবিএল একীভূতকরণ: চেয়ারম্যানের আস্থা, পরিচালকের আপত্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠন পরিকল্পনার অধীনে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর একীভূতকরণ নিয়ে ব্যাংকের অভ্যন্তরে ভিন্নমত দেখা দিয়েছে। যেখানে চেয়ারম্যান মোহাম্মদ সাদিকুল ইসলাম চূড়ান্ত সিদ্ধান্তের ভার কেন্দ্রীয় ব্যাংকের ওপর ছেড়ে দিয়েছেন, সেখানে পরিচালক মেজর (অব.) ডা. মো. রেজাউল হক এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বলছেন, ব্যাংকের বর্তমান অবস্থা একীভূতকরণের মতো নয়।
চেয়ারম্যানের অবস্থান ও ব্যাখ্যা
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চেয়ারম্যান সাদিকুল ইসলাম। তিনি জানান, আজকের বৈঠকে সরাসরি একীভূতকরণের বিষয়ে আলোচনা হয়নি। তবে তারা নিজেদের আর্থিক অবস্থা তুলে ধরেছেন এবং কেন্দ্রীয় ব্যাংকও তাদের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন শেয়ার করেছে। তিনি বলেন, “নীতিগতভাবে আমরা একমত, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের হাতে।”
এস আলম গ্রুপকে দেওয়া বড় অঙ্কের ঋণ প্রসঙ্গে সাদিকুল ইসলাম স্বীকার বলেন, এসআইবিএল থেকে গ্রুপটি প্রায় ৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, অন্যান্য ব্যাংকের তুলনায় এই ঋণের বিপরীতে তাদের জামানত শক্তিশালী, যা প্রায় ৩৫ শতাংশ। তিনি আরও বলেন, “নিয়ন্ত্রক সংস্থার কিছু সহায়তা পেলে আমাদের খেলাপি ঋণের প্রায় ৬০ শতাংশই পুনঃতফসিল করা সম্ভব।”
পরিচালকের কঠোর বিরোধিতা
চেয়ারম্যানের অবস্থানের বিপরীতে পরিচালক রেজাউল হক কেন্দ্রীয় ব্যাংকে একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের সুদ-মুক্ত তারল্য সহায়তা দেওয়া হলে একীভূতকরণ ছাড়াই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে।
গণমাধ্যমকে তিনি বলেন, “আমাদের ব্যাংকের অবস্থা খুব খারাপ নয়। তাহলে কেন আমরা একীভূত হব? আমার সময়ে, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত আমরা ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি। আমি চেয়ারম্যানকে অনুরোধ করছি, তিনি যেন একীভূতকরণে সম্মতি না দেন।”
একীভূতকরণের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের হাতেই
জানা যায়, বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এসআইবিএল-এর সঙ্গে তাদের চূড়ান্ত প্রাথমিক বৈঠকটি সম্পন্ন করেছে। এর আগে গ্লোবাল ইসলামী ব্যাংকসহ আরও চারটি ইসলামী ব্যাংকের সঙ্গেও আলোচনা হয়েছে, যেখানে তাদের প্রতিনিধিরা কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো সিদ্ধান্তে নীতিগতভাবে একমত পোষণ করেছেন। এসআইবিএল-এর চেয়ারম্যান একীভূতকরণের সিদ্ধান্ত এক বছর পিছিয়ে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানোর কথা স্বীকার করলেও তিনি জানিয়েছেন, এটি ব্যক্তিগত আবেদন ছিল, ব্যাংকের আনুষ্ঠানিক অবস্থান নয়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি