ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

প্রত্যাশার সর্বোচ্চ তুঙ্গে ৮ কোম্পানির শেয়ার

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৫:৫৩:১৮

প্রত্যাশার সর্বোচ্চ তুঙ্গে ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪.২৭ পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির দর বেড়েছে। যার মধ্যে সর্বোচ্চ প্রত্যাশার তুঙ্গে ছিল ৮ প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে প্রতিষ্ঠান বিক্রেতা উধাও হয়ে যায়। এর ফলে প্রতিষ্ঠানগুলোর ক্রেতা থাকলে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক অনলাইন, ই-জেনারেশন, বিবিএস ক্যাবলস, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং জেনারেশন নেক্সট ফ্যাশন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯৫ টাকা ৩০ পয়সা থেকে ১০৪ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৮ কোটি ১৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৬৭ টাকা ৪০ পয়সা থেকে ১৮৪ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১০ কোটি ২২ লাখ ২৬ হাজার টাকায় লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনটেক অনলাইনের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা থেকে ৪৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ই-জেনারেশনের ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৩ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯০ পয়সা বা ৯.৪৭ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬০ পয়সা ৯.৩০ শতাংশ এবং জেনারেশন নেক্সটের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২৮ টাকা ২০ পয়সা, ২০ টাকা ৭০ পয়সা, ১০ টাকা ৪০ পয়সা, ৯ টাকা ৪০ পয়সা ও ৩ টাকায়।

এসকে/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত