ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ফের অসুস্থ ফরিদা পারভীন, অবস্থা সংকটাপন্ন
বিনোদন ডেস্কঃ প্রখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন আবারও গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে হঠাৎ বমি শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার অবস্থা বিবেচনা করে আইসিইউতে স্থানান্তর করেন।
ফরিদা পারভীনের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও কয়েকজন উপদেষ্টা তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতায় ভুগছেন। সম্প্রতি বমি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সংগীতাঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
এ বছরের জুলাই মাসের শুরুতেও তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখনও তাকে আইসিইউতে রেখে একাধিক মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ২১ জুলাই তিনি বাড়ি ফেরেন।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্ম নেওয়া ফরিদা পারভীন বেড়ে উঠেছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে সংগীতজগতে প্রবেশ করেন। পরে ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। সাধক মোকসেদ আলী শাহের কাছে তিনি লালনসংগীতে তালিম নেন এবং পরবর্তীতে লালনসংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যান।
সংগীতে অসামান্য অবদানের জন্য ফরিদা পারভীন একুশে পদক, ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (সেরা প্লে-ব্যাক গায়িকা, ১৯৯৩) ভূষিত হন। এছাড়া তিনি শিশুদের লালনসংগীত শেখানোর জন্য ‘অচিন পাখি স্কুল’ প্রতিষ্ঠা করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ