ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
ফের অসুস্থ ফরিদা পারভীন, অবস্থা সংকটাপন্ন
বিনোদন ডেস্কঃ প্রখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন আবারও গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে হঠাৎ বমি শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার অবস্থা বিবেচনা করে আইসিইউতে স্থানান্তর করেন।
ফরিদা পারভীনের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও কয়েকজন উপদেষ্টা তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতায় ভুগছেন। সম্প্রতি বমি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সংগীতাঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
এ বছরের জুলাই মাসের শুরুতেও তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখনও তাকে আইসিইউতে রেখে একাধিক মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ২১ জুলাই তিনি বাড়ি ফেরেন।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্ম নেওয়া ফরিদা পারভীন বেড়ে উঠেছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে সংগীতজগতে প্রবেশ করেন। পরে ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। সাধক মোকসেদ আলী শাহের কাছে তিনি লালনসংগীতে তালিম নেন এবং পরবর্তীতে লালনসংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যান।
সংগীতে অসামান্য অবদানের জন্য ফরিদা পারভীন একুশে পদক, ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (সেরা প্লে-ব্যাক গায়িকা, ১৯৯৩) ভূষিত হন। এছাড়া তিনি শিশুদের লালনসংগীত শেখানোর জন্য ‘অচিন পাখি স্কুল’ প্রতিষ্ঠা করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা