ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রেমের প্রস্তাবে পিয়ার পাল্টা ধোঁকা—নম্বর দিলেন থানার

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৫:৩৬:৩৮

প্রেমের প্রস্তাবে পিয়ার পাল্টা ধোঁকা—নম্বর দিলেন থানার

নিজস্ব প্রতিবেদক:সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের বিড়ম্বনায় পড়া নতুন কিছু নয়। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের উদ্দেশ্য করে প্রায়ই নানারকম অশালীন ও কুরুচিপূর্ণ বার্তা পাঠান কিছু নেটিজেন। এমনই এক ঘটনা সামনে এনেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি জানান, এক ব্যক্তি তার ইনবক্সে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়েছেন। বার্তাগুলোতে ওই ব্যক্তি নিজেকে ‘অন্ধভক্ত’ দাবি করে নানা আবেগঘন ও বিব্রতকর কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বরও চান।

পিয়া এসব বার্তার সরাসরি জবাব না দিয়ে গুলশান থানার একটি ফোন নম্বর পাঠিয়ে দেন। সেই স্ক্রিনশটও পোস্টের সঙ্গে যুক্ত করেন তিনি। পিয়ার এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনেকে তার এই কৌশলী ও বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়ার প্রশংসা করে মন্তব্য করেন, এমন জবাবই হওয়া উচিত। পাশাপাশি অনেকেই অনুরাগীদের প্রতি আবেদন জানান, তারা যেন তারকাদের ব্যক্তিগত পরিসর ও সম্মান বজায় রাখেন।

বর্তমানে সেলিব্রিটিরা অনলাইন হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এ ধরনের ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে সমাজের নানা মহল থেকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত