ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
অভিনেত্রী রান্যা রাওসহ চারজনের ২৭০ কোটি জরিমানা

নিজস্ব প্রতিবেদক: দুবাই থেকে সোনা পাচারের অভিযোগে অভিযুক্ত কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। চলতি বছরের মার্চে গ্রেপ্তার হওয়ার পর মে মাসে জামিনে মুক্তি পেলেও তার বিরুদ্ধে মামলা চলছিল। এবার সেই মামলায় তাকে মোটা অঙ্কের এই জরিমানা করা হলো।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই বিশাল অঙ্কের জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। বেঁধে দেওয়া সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে অভিনেত্রীকে আরও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে।
শুধু রান্যা রাও নন, এই মামলায় আরও তিনজনকে জরিমানা করা হয়েছে। তরুণ কোন্দুর রাজুকে ৬৭.৬ কেজি সোনা পাচারের অভিযোগে ৬২ কোটি টাকা এবং সাহিল জৈন ও ভারত জৈনকে ৬৩.৬১ কেজি সোনা পাচারের অভিযোগে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ডিআরআই এই চারজনের কাছ থেকে প্রায় ২৭০ কোটি টাকা জরিমানা আদায় করবে।
উল্লেখ্য, ভারতের সিনিয়র আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের মেয়ে রান্যা রাওকে দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার পথে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে আটক করা হয়। নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ সোনা বহন করার অভিযোগে ৩ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১২.৫৬ কোটি টাকার সোনার বাট উদ্ধার করা হয়েছিল। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং ২.৬৭ কোটি টাকার নগদ টাকা উদ্ধার করা হয়।
২০১৪ সালে 'মানিক্য' সিনেমায় কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি আরও কয়েকটি দক্ষিণী চলচ্চিত্রে কাজ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড