ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
প্রাণ-প্রকৃতিকে নষ্ট করে কোনো উন্নয়ন গ্রহণযোগ্য হবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় কী ধরনের সম্পদ লুকিয়ে আছে, তা এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। এ কারণে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সামুদ্রিক সম্পদ নিরূপণ, চিহ্নিতকরণ এবং তা কার্যকরভাবে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন তিনি। মেরিন স্পেশাল প্লানে (এমএসপি) আসা পরামর্শগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করার কথাও উল্লেখ করেছেন উপদেষ্টা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিরডাপ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প আয়োজিত মেরিন স্পেশাল প্লান (এমএসপি) ওয়েব-জিআইএস প্লাটফর্মের আন্তঃমন্ত্রণালয় চূড়ান্ত ভ্যালিডেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার জানান, প্রধান উপদেষ্টা বর্তমানে মেরিন ফিশারিজ ও ডিপ সি ফিশারিজের সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি এ বিষয়ে আরও গভীরভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা বলেন, "আমাদের মন্ত্রণালয় অভ্যন্তরীণ মৎস্যসম্পদে কাজ করলেও গভীর সমুদ্র মৎস্যসম্পদ নিয়ে বেশি কাজ করতে পারেনি।"
মৎস্যজীবীদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "মৎস্যজীবীদের টিকিয়ে রাখতে না পারলে মাছের উৎপাদন বাড়লেও তা আহরণ করার কেউ থাকবে না।" এজন্য মৎস্যজীবী এবং এই খাতের সঙ্গে জড়িত আনুষঙ্গিক সবাইকে রক্ষা করতে এবং তাদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে বলে তিনি মত দেন।
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে পরিবেশ-প্রতিবেশ তথা প্রাণ-প্রকৃতিকে নষ্ট করে কোনো উন্নয়ন গ্রহণযোগ্য হবে না। তিনি জোর দিয়ে বলেন, "আমরা এমন উন্নয়ন চাই না যেখানে প্রাণ-প্রকৃতি নষ্ট হয়। তাই আমরা যত উচ্চ পর্যায়ের পরিকল্পনা করি না কেন, সেখানে পরিবেশগত ও সামাজিক ভারসাম্যকে প্রাধান্য দিতে হবে। কোনোভাবেই প্রাণ-প্রকৃতিকে নষ্ট করা যাবে না।"
মাছের স্বভাব অনুযায়ী পরিকল্পনা সাজানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, "মাছের চরিত্র বুঝে পরিকল্পনা সাজাতে হবে। কেননা সব মাছের স্বভাব-চরিত্র, কাজ, খাদ্যাভ্যাস এক না। যে মাছের জন্য যে ধরনের পরিকল্পনা দরকার তা করতে হবে। কেননা ইলিশ যেখানে থাকে বা যে ধরনের খাবার খায় তা অন্য মাছ খায় না। তাই তার জন্য একটি বিশেষ পরিবেশ দরকার।"
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট