ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
ম্যাচ হেরে কোচের মুখে থুতু মারলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক: লিগস কাপের ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের কাছে ০-৩ গোলে হেরে মেজাজ হারালেন ইন্টার মায়ামির তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শুধু প্রতিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েই নয়, সিয়াটেলের কোচের মুখে থুতু ছিটিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে, যা সুয়ারেজের জন্য বড় শাস্তির কারণ হতে পারে।
লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামিকে বেশিরভাগ ফুটবল বিশেষজ্ঞ ফেভারিট হিসেবে ধরেছিলেন। লিওনেল মেসি ও সুয়ারেজের মতো তারকাখচিত আক্রমণভাগ সিয়াটেলকে সহজেই পরাস্ত করবে বলে ধারণা করা হয়েছিল। তবে মাঠের চিত্র ছিল ভিন্ন। সিয়াটেলের ফুটবলাররা গোটা ম্যাচে মেসিকে নিষ্ক্রিয় করে রাখেন এবং সুয়ারেজ চেষ্টা করেও গোল করতে পারেননি। শেষ পর্যন্ত মায়ামিকে ০-৩ গোলের বড় ব্যবধানে হারতে হয়।
খেলা শেষে সিয়াটেলের ২০ বছর বয়সী মিডফিল্ডার ওবেদ ভারগাস যখন উল্লাস করছিলেন, তখন সুয়ারেজ তাকে ধাক্কা দেন এবং গলা চেপে ধরেন। এর পরপরই দুই দলের ফুটবলারদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। উভয় দলের খেলোয়াড়রা একে অপরের দিকে ঘুষিও চালান। পরিস্থিতি সামলাতে মাঠের নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর দুই দলের ফুটবলারদের আলাদা করা সম্ভব হয়।
তবে এখানেই থামেননি সুয়ারেজ। হাতাহাতি থামার পর তিনি সিয়াটেলের কোচের সামনে গিয়ে তার মুখে থুতু ছিটান। পাশে থাকা একজন নিরাপত্তারক্ষী দ্রুত সুয়ারেজকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ফুটবল মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
সুয়ারেজের এই আচরণ তার পুরনো বিতর্কিত ঘটনাগুলোকে আবার সামনে নিয়ে এসেছে। ২০১৪ সালের বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার চিয়েলিনিকে কামড়ে লাল কার্ড দেখেছিলেন সুয়ারেজ এবং তার ফলস্বরূপ নির্বাসিতও হয়েছিলেন। সেই ঘটনা ফুটবলপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন। আরও একবার নিজের লাগামহীন আচরণের জন্য তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন।
সিয়াটল কর্তৃপক্ষ সুয়ারেজের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করেছে কি না, তা এখনও জানা যায়নি। তবে ভাইরাল হওয়া ভিডিও এবং ঘটনার তীব্রতার প্রেক্ষিতে আয়োজকরা চাইলে সুয়ারেজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন। এই ঘটনা লিগস কাপ ফাইনালের উত্তেজনা ছাপিয়ে সুয়ারেজের ব্যক্তিগত শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা