ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
বুয়েটে কেউ পাত্তা দিত না: অপি করিম
নিজস্ব প্রতিবেদক:শোবিজের জনপ্রিয় মুখ অপি করিম। শুরু থেকে নাটক, সিনেমা, উপস্থাপনা কিংবা নৃত্যশিল্প—সব ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। পাশাপাশি স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে শিক্ষকতাও করেছেন নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে এত প্রতিভা ও জনপ্রিয়তা সত্ত্বেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রজীবনে তিনি ছিলেন অনেকটাই উপেক্ষিত—নিজের মুখেই সে গল্প শোনালেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেন অপি করিম। সেখানে বুয়েট জীবন নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের কেউই তাকে গুরুত্ব দিত না—বিশেষ করে তার নিজ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কেউই নয়।
অপির ভাষায়, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিতো না। আমাদের বাসার উল্টো দিক থেকে বুয়েটের বাস ছাড়ত। আগেই সেই বাস ভর্তি হয়ে যেত। আমাকে কেউ কোনো দিন বলেনি, ‘ওরে বাবা! অপি করিম!’ আমি দাঁড়িয়েই গিয়েছি বেশির ভাগ দিন।”
তিনি আরও বলেন, “আমার মনে হয়, আমি যদি অন্য কোনো ডিপার্টমেন্টে থাকতাম, কিংবা ব্যাংকে ঢুকতাম, কেউ না কেউ একটু খাতির যত্ন করত। কিন্তু আমার নিজের ডিপার্টমেন্টে মামা, টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র—কেউই পাত্তা দেয়নি।”
তবে অপি করিম মনে করেন, সেই সময়ের এই ‘অবজ্ঞা’ তার জন্য উপকারী ছিল। “আমি সেটা বেশ উপভোগই করেছি। এটা আমার দরকারও ছিল। আমার কখনো মনে হয়নি যে সবাই আমাকে নিয়ে মাতামাতি করছে,” বলেন তিনি।
অনুষ্ঠানের র্যাপিড ফায়ার সেগমেন্টে আরও কিছু মজার তথ্য জানান এই গুণী অভিনেত্রী। বলেন, অনেকেই তাকে রাগী বলে মনে করেন, যদিও তিনি নিজেকে আত্মভোলা স্বভাবের বলেই দেখেন। খাবারের মধ্যে সাদা পোলাও তার খুব পছন্দের। তবে সবধরনের খাবারই ভালোবাসেন তিনি।
অভিনয়ের ক্ষেত্রে মাহফুজ আহমেদের সঙ্গে কাজ করেছেন সবচেয়ে বেশি। তবে দর্শকদের মতে, তার সবচেয়ে জনপ্রিয় জুটি গড়ে উঠেছে সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়ার সঙ্গে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ