ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ ৫ সেপ্টেম্বর

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ৩০ ১৫:২৭:৩৬
ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ ৫ সেপ্টেম্বর

বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই ঘরের মাঠকে বিদায় জানাবেন লিওনেল মেসি। আগামী ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হবে আর্জেন্টিনার জার্সিতে তার দেশের মাঠে শেষ খেলা। বিষয়টি মেসি নিজেই নিশ্চিত করেছেন।

এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে মেসির ক্যারিয়ারের বাছাইপর্বের শেষ ম্যাচ হবে প্রতিপক্ষের মাঠে। তবে আর্জেন্টিনার দর্শকের সামনে ভেনেজুয়েলার বিপক্ষের লড়াইটি হবে একেবারেই বিশেষ।

লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করার পর সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘হ্যাঁ, এটি খুবই অসাধারণ একটি বিষয় হবে। ওই ম্যাচটা আমার জন্য বিশেষ কিছু। জানি না পরবর্তীতে কোনো প্রীতি ম্যাচ বা সুযোগ আসবে কি না। তবে এটিই বিশেষ হয়ে থাকবে। তাই আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন সবাই ম্যাচে আসবেন। আমরা একসঙ্গে মুহূর্তটা উপভোগ করব।’

তবে এটিই মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচ নয়। আর্জেন্টিনা নভেম্বরে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র, অ্যাঙ্গোলা ও ভারতের বিপক্ষে। এছাড়া ২০২৬ সালের মার্চে স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা হওয়ার কথা মেক্সিকোতে। আর সামনে রয়েছে ২০২৬ বিশ্বকাপও।

অর্থাৎ, ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হবে কেবল আর্জেন্টিনার মাঠে মেসির শেষ ম্যাচ, কিন্তু আন্তর্জাতিক ফুটবলে তার পথচলার সমাপ্তি নয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত