ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ফুলহামের বিপক্ষে ডার্বিকে সামনে রেখে চেলসির দলে একাধিক ইনজুরি সমস্যা
.jpg)
চেলসির( chelsea f.c.) ম্যানেজার এনজো মায়েরেস্কা জানিয়েছেন, দলের কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে তিনি সবসময়ই উদ্বিগ্ন থাকেন। শনিবার ফুলহামের ( fulham f.c.) বিপক্ষে লন্ডন ডার্বিকে সামনে রেখে স্কোয়াডের অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সবচেয়ে বড় ধাক্কা হলো কোলে পামারের অনুপস্থিতি। গত শুক্রবার ওয়ার্ম-আপের সময় চোট পাওয়ায় তিনি মাঠে নামতে পারেননি এবং এবারও দলের বাইরে থাকছেন। তার অনুপস্থিতিতে গত ম্যাচে মায়েরেস্কা এস্টেভাওকে শুরুর একাদশে খেলান এবং জোয়াও পেদ্রোকে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে লিয়াম ডেলাপের সঙ্গে ব্যবহার করেন। মায়েরেস্কা বলেন, কোলে ছাড়া আমরা ভিন্ন সমাধান খুঁজে নিতে বাধ্য হই। গত সপ্তাহে আমরা তা করতে পেরেছি, আশা করি এবারও পারব।
পামারের ইনজুরির কারণে আগামী মাসের বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি ইংল্যান্ড দলে থাকছেন না। মায়েরেস্কা জানান, দিন দিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। আন্তর্জাতিক বিরতির পরও আরও দুইজন খেলোয়াড় ফিরবেন না বলেই ধারণা করছেন তিনি।
দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা রোমিও লাভিয়া ও বেনোয়া বাদিয়াশিলের অবস্থাও এখনো উন্নতির পথে। তবে ওয়েসলি ফোফানা ধীরে ধীরে পুরো ফিটনেস ফিরে পাচ্ছেন। মায়েরেস্কা বলেন, আমি সবসময় চিন্তিত থাকি, বিশেষ করে রোমিও আর বেনোয়ার জন্য। তারা অনেকদিন বাইরে ছিল, তাদের সময় ও সেশন দরকার। ওয়েস ধীরে ধীরে পুরো ফিটনেস ফিরে পাচ্ছে।
মায়েরেস্কা আরও জানান, রোমিও লাভিয়াকে দীর্ঘমেয়াদে ফিট রাখার পরিকল্পনা রয়েছে, যাতে তিনি নিয়মিত মাঠে খেলতে পারেন।
ট্রান্সফার উইন্ডো নিয়েও মন্তব্য করেন চেলসি কোচ। তিনি বলেন, উইন্ডো খোলা থাকায় আসা-যাওয়া হতে পারে যেকোনো সময়। আমি যখন ক্লাবে যোগ দিই তখন থেকেই স্কোয়াডকে ভালোবাসি। সময়ের সঙ্গে এটি আরও ভালো হচ্ছে।
তবে লোন শেষে ফেরত আসা বেন চিলওয়েল ও রহিম স্টার্লিং এখনও মূল দলের সঙ্গে নেই। তারা আলাদা সময়ে, আলাদা মাঠে অনুশীলন করছেন।
ক্রিস্টোফার এনকুংকুকে নিয়েও আশাবাদী মায়েরেস্কা। তিনি বলেন, “ক্রিস্টো দারুণ পেশাদার। তবে তার পজিশনে কোলে থাকায় সুযোগ কম পেয়েছে। তবুও আমি বিশ্বাস করি, সুযোগ পেলে সে দুর্দান্ত পারফর্ম করবে।
মায়েরেস্কার মূল মনোযোগ এখন ফুলহামের বিপক্ষে ম্যাচে। তিনি আশা করছেন, আন্তর্জাতিক বিরতির সময় খেলোয়াড়রা পুনরুদ্ধার ও বিশ্রামের সুযোগ পাবে, যা আগামী ম্যাচগুলোর জন্য দলকে আরও প্রস্তুত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি
- পোশাক খাতকে শেয়ারবাজারে আনতে বড় উদ্যোগ নিচ্ছে বিজিএমইএ