ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
আইয়ুব বাচ্চু ও দেশীয় সংস্কৃতি নিয়ে ফারুকীর মন্তব্য
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাউল সম্রাট লালনের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণীর জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তিনি দেশীয় সংস্কৃতিকে দীর্ঘদিনের অবমূল্যায়নের বিষয়টিও তুলে ধরেছেন এবং প্রশ্ন রেখেছেন, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন রাষ্ট্রীয় উদযাপনের জন্য কতদিন অপেক্ষা করতে হবে?
ফারুকী তার ফেসবুক পোস্টে দেশের সংস্কৃতিকে ‘ইন্টেলেকচুয়াল কলোনি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, একটি দেশকে মেধাগত উপনিবেশে পরিণত করতে হলে প্রথমে বোঝাতে হয় যে, তার নিজস্ব কোনো সংস্কৃতি নেই। যদি থাকেও, সেটা ‘লো কালচার’। যেমন, লালনের গানকে ‘ফোক’ ট্যাগ দিয়ে মূলধারার বাইরে রাখা হয়েছে। একইভাবে, রক মিউজিককেও ‘অপসংস্কৃতি’ বলে চিহ্নিত করা হয়েছিল।
উপদেষ্টার মতে, রাষ্ট্র সব সময় দেশের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও উদযাপনের বাইরে রেখেছে। তিনি মনে করেন, এই ধরনের রাষ্ট্রীয় উদযাপন জাতিকে আত্মবিশ্বাসী করে তোলে এবং বিশ্ব দরবারে আমাদের সাংস্কৃতিক পরিচিতি তৈরিতে সাহায্য করে।
ফারুকী আরও জানান, এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে লালনের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, এস এম সুলতানের জন্মদিনকেও একইভাবে উদযাপনের বিষয়ে আলোচনা চলছে। এছাড়া, তিনি স্বাধীনতা পরবর্তী সময়ের বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যেমন হুমায়ূন আহমেদ এবং বাংলাদেশি রক আইকনদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কথা বলেছেন।
তিনি বলেন, “লালন সেলিব্রেট করা দিয়ে আমরা রবীন্দ্র-নজরুলের বাইরে তাকাতে শুরু করলাম। এটা কেবল শুরু।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, আধুনিক সময়ের প্রতিভাবান শিল্পীদেরও রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে। আইয়ুব বাচ্চুর মতো একজন সঙ্গীতশিল্পীর কথা উল্লেখ করে তিনি বলেন, “তাঁর মানের মিউজিশিয়ান যেকোনো দেশের জন্য গর্বের। তাঁর জন্মদিন রাষ্ট্রীয়ভাবে উদযাপন করতে মৃত্যুর কত বছর পর পর্যন্ত অপেক্ষা করতে হবে?”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি