ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
আবারও নিষেধাজ্ঞার মুখে ভারত, ফিফার কড়া হুঁশিয়ারি
.jpg)
নতুন সংবিধান কার্যকর করতে ব্যর্থ হওয়ায় তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে এক চিঠিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান কার্যকর করতে না পারলে ভারতকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পেতে হবে।
এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের কাছে পাঠানো ওই চিঠিতে ফিফা ও এএফসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে সংবিধান চূড়ান্ত না হওয়ায় তারা "গভীরভাবে উদ্বিগ্ন"। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, "নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে বিষয়টি ফিফার সংশ্লিষ্ট সিদ্ধান্তগ্রহণকারী সংস্থার কাছে পাঠানো ছাড়া আর কোনো উপায় থাকবে না।"
এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতের জাতীয় দল এবং ক্লাবগুলো সব ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাদ পড়বে, যা দেশটির ফুটবলের জন্য এক বিরাট বিপর্যয় ডেকে আনবে।
এর আগেও ২০২২ সালের আগস্ট মাসে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ অভিযোগে ফিফা ভারতকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। তখন ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফ পরিচালনার জন্য একটি প্রশাসক কমিটি গঠন করে দিয়েছিল। তবে দ্রুত সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
এদিকে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকির পাশাপাশি ভারতের ঘরোয়া ফুটবলেও তীব্র অস্থিরতা চলছে। দেশের শীর্ষ লিগ, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আয়োজন নিয়েই তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। এআইএফএফ এবং তাদের বাণিজ্যিক অংশীদার ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (এফএসডিএল) মধ্যে দ্বন্দ্বের কারণে এবারের মৌসুম শুরু হতে দেরি হচ্ছে। তাদের মধ্যকার চুক্তি আগামী ৮ ডিসেম্বর শেষ হতে চললেও এখনো নতুন কোনো চুক্তি হয়নি। এর ফলে হাজার হাজার ফুটবলার ও কর্মীর কর্মসংস্থান এখন হুমকির মুখে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ