ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

আবারও নিষেধাজ্ঞার মুখে ভারত, ফিফার কড়া হুঁশিয়ারি

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ২৭ ২১:০২:৪৬
আবারও নিষেধাজ্ঞার মুখে ভারত, ফিফার কড়া হুঁশিয়ারি

নতুন সংবিধান কার্যকর করতে ব্যর্থ হওয়ায় তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে এক চিঠিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান কার্যকর করতে না পারলে ভারতকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পেতে হবে।

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের কাছে পাঠানো ওই চিঠিতে ফিফা ও এএফসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে সংবিধান চূড়ান্ত না হওয়ায় তারা "গভীরভাবে উদ্বিগ্ন"। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, "নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে বিষয়টি ফিফার সংশ্লিষ্ট সিদ্ধান্তগ্রহণকারী সংস্থার কাছে পাঠানো ছাড়া আর কোনো উপায় থাকবে না।"

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতের জাতীয় দল এবং ক্লাবগুলো সব ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাদ পড়বে, যা দেশটির ফুটবলের জন্য এক বিরাট বিপর্যয় ডেকে আনবে।

এর আগেও ২০২২ সালের আগস্ট মাসে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ অভিযোগে ফিফা ভারতকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। তখন ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফ পরিচালনার জন্য একটি প্রশাসক কমিটি গঠন করে দিয়েছিল। তবে দ্রুত সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এদিকে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকির পাশাপাশি ভারতের ঘরোয়া ফুটবলেও তীব্র অস্থিরতা চলছে। দেশের শীর্ষ লিগ, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আয়োজন নিয়েই তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। এআইএফএফ এবং তাদের বাণিজ্যিক অংশীদার ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (এফএসডিএল) মধ্যে দ্বন্দ্বের কারণে এবারের মৌসুম শুরু হতে দেরি হচ্ছে। তাদের মধ্যকার চুক্তি আগামী ৮ ডিসেম্বর শেষ হতে চললেও এখনো নতুন কোনো চুক্তি হয়নি। এর ফলে হাজার হাজার ফুটবলার ও কর্মীর কর্মসংস্থান এখন হুমকির মুখে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত