ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৬ ১৮:০২:২৫
তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেড, মাগুরা কমপ্লেক্স পিএলসি ও মনোস্পুল বাংলাদেশ পিএলসির শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে কোম্পানি তিনটি জানিয়েছে, তারা এই উত্থানের কারণ সম্পর্কে অজ্ঞাত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত সোমবার বিনিয়োগকারীদের সতর্কবার্তা প্রদান করেছে। স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, উক্ত তিন কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের প্যাটার্ন বিশ্লেষণ করে প্রত্যেকটির কাছে বিষয়টি জানতে চিঠি প্রেরণ করা হয়েছে। কোম্পানিগুলো নিশ্চিত করেছে, তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যা শেয়ারগুলোর দর বা লেনদেনের এই ঊর্ধ্বমুখী চিত্র ব্যাখ্যা করতে পারে।

মাগুরা কমপ্লেক্স পিএলসি-র শেয়ারের দাম ২৯ জুলাই থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এদিন কোম্পানির শেয়ারদর ৮৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ এই সময়ে শেয়ারের দর বেড়েছে ২৫ টাকা ২০ পয়সা বা ২৮.৯০ শতাংশ। আলোচিত সময়ে সর্বাধিক লেনদেন হয়েছে ২৪ আগস্ট, যা ছিল ১৫ লাখ ৬৮ হাজার ১১২ শেয়ার। মঙ্গলবার লেনদেন হয়েছে ১১ লাখ ৪ হাজার ৭৮৩ শেয়ার।

মনোস্পুল বাংলাদেশ পিএলসি-র শেয়ারদর গত ৭ জুলাই থেকে ঊর্ধ্বমুখী। ওইদিন শেয়ারদর ছিল ৮১ টাকা ৯০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে দর বেড়ে দাঁড়িয়েছে ১১৯ টাকায়। এ সময়ের মধ্যে শেয়ারের বৃদ্ধি ৩৭ টাকা ১০ পয়সা বা ৪৫.৩০ শতাংশ। সর্বোচ্চ লেনদেন রেকর্ড হয়েছে গত রোববার, যা ছিল ১১ লাখ ১১ হাজার ৮৪৩ শেয়ার। মঙ্গলবার লেনদেন হয়েছে ৭ লাখ ৮১ হাজার ৪৯৪ শেয়ার।

ইনটেক লিমিটেড-এর শেয়ারদর ১৭ আগস্ট থেকে ঊর্ধ্বমুখী। ওইদিন শেয়ারদর ছিল ২০ টাকা ৯০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ২০ পয়সায়, যা মাত্র ৭ কার্যদিবসে ৫ টাকা ৩০ পয়সা বা ২৫.৩৬ শতাংশ বৃদ্ধি। সর্বোচ্চ লেনদেন হয়েছে গত রোববার ২৩ লাখ ৭০ হাজার ৬৮৫ শেয়ারের সঙ্গে, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার লেনদেন হয়েছে ১২ লাখ ৬৫ হাজার ৪০৩ শেয়ার।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত