ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
শুভশ্রীর সঙ্গে নিজের দৃশ্য দেখে কাঁদলেন দেব

দশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি 'ধূমকেতু'। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসার পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই ছবি। দর্শক ও অনুরাগীদের মধ্যে ‘দেশু’ জুটিকে নিয়ে উন্মাদনা এতটাই যে, ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় ১৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই সাফল্য শুধু ছবির টিমকেই নয়, বরং সমগ্র বাংলা চলচ্চিত্র জগৎকে নতুন করে আশা জোগাচ্ছে।
অ্যাডভান্স বুকিংয়ের সময় থেকেই বোঝা গিয়েছিল যে, দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন বিফলে যাবে না। মুক্তির পর সেই ইঙ্গিতই সত্যি প্রমাণিত হয়েছে। শহর থেকে জেলা, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন— সর্বত্রই 'ধূমকেতু'র শো হাউজফুল। মাত্র চার দিনের মধ্যেই ছবিটি ১০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যায়, যা বাংলা সিনেমার ইতিহাসে একটি নতুন রেকর্ড।
এই ছবির সাফল্য উদযাপনেই আয়োজন করা হয়েছিল এক বিশেষ প্রদর্শনী। শনিবারের সেই অনুষ্ঠানে প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে হাজির হয়েছিলেন দেব। তবে, ছবির শেষ দৃশ্য দেখতে গিয়েই ঘটে এক আবেগঘন মুহূর্ত। পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্তের কোলাজ ফুটে উঠতেই আর আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা, তাঁর চোখ জলে ভিজে ওঠে।
টলিউড অনলাইনের প্রকাশ করা একটি ভিডিওতে দেবের এই আবেগপ্রবণ মুহূর্তের দৃশ্য ছড়িয়ে পড়তেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। যা দেখে আপ্লুত হয়ে পড়েন নেটিজেনরাও। অনেকেই মনে করছেন, ছবির গল্পের পাশাপাশি দেব ও শুভশ্রীর বাস্তব জীবনের সম্পর্কের রসায়নও এই ছবির সাফল্যের অন্যতম কারণ।
প্রসঙ্গত, দেব ও শুভশ্রী একসময় শুধু পর্দার জুটিই নন, বাস্তব জীবনেও সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক বিচ্ছেদে শেষ হয়। 'ধূমকেতু' ছিল সেই বিচ্ছেদের পরের ছবি, যা নানা জটিলতায় প্রায় দশ বছর আটকে ছিল। এতদিন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া তাদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। তবে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ এবং মুক্তির আগে মন্দিরে একসঙ্গে পূজা দেওয়ার অনুষ্ঠানে ফের একবার হাসিমুখে পাশাপাশি দাঁড়ান এই প্রাক্তন জুটি। তাই দর্শকদের কাছে 'ধূমকেতু' শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি এক দশক পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকার আবেগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ