ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

‘শুভ সকাল’ দিয়ে প্রজেক্ট রেজা-পুতুলের দ্বিতীয় আয়োজন প্রকাশ

২০২৫ আগস্ট ২২ ১৭:০২:২৮

‘শুভ সকাল’ দিয়ে প্রজেক্ট রেজা-পুতুলের দ্বিতীয় আয়োজন প্রকাশ

শিল্পী ও সংগীতায়োজক জুটি রেজা-পুতুল প্রকাশ করলেন তাদের নতুন রোমান্টিক গান ‘শুভ সকাল’। এটি প্রজেক্ট রেজা-পুতুলের দ্বিতীয় মিউজিক আয়োজন। গানের কথা ও সুর করেছেন গীতিকবি ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী। গানটি সম্প্রতি প্রকাশ হয়েছে প্রজেক্ট রেজা-পুতুল ইউটিউব চ্যানেলে।

‘শুভ সকাল’ গানটি সম্পর্কে শিল্পী পুতুল সাজিয়া সুলতানা বলেন, এটি নিখাঁদ এক প্রেমের গান, যেখানে সুর ও গায়কীর মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রেয়সী ও প্রেমিকের কথোপকথন। তিনি জানান, লুৎফর হাসানের সঙ্গে গায়কীতে উভয়েই নিজেদের সেরা চেষ্টা দিয়েছেন। আর সংগীতে পরিমিত ছাপ রেখেছেন সৈয়দ রেজা আলী।

গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন লুৎফর হাসান ও সৈয়দ রেজা আলীও। তারা জানিয়েছেন, ‘শুভ সকাল’-এর পর প্রজেক্ট রেজা-পুতুল থেকে আরও ছয়টি গান পর্যায়ক্রমে প্রকাশ পাবে। সব মিলিয়ে লুৎফর ও পুতুলের গাওয়া আটটি গান নিয়ে একটি পূর্ণাঙ্গ প্লেলিস্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এদিকে লুৎফর হাসান বর্তমানে ব্যস্ত রয়েছেন একাধিক একক ও দ্বৈত গানের কাজ নিয়ে। পুতুল সাজিয়া সুলতানাও কাজ করছেন একক অ্যালবামসহ আরও কয়েকটি দ্বৈত প্রকল্পে। পাশাপাশি এই দুই শিল্পী ব্যস্ত রয়েছেন কথাসাহিত্য ও অন্যান্য লেখালেখি নিয়ে। আগামী একুশে বইমেলায় তাদের একাধিক উপন্যাস ও বই প্রকাশের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সংগীতায়োজক সৈয়দ রেজা আলী ব্যস্ত সময় পার করছেন নতুন নতুন সংগীত নিরীক্ষা নিয়ে। ‘শুভ সকাল’ গানটির মাধ্যমে রেজা-পুতুল প্রজেক্ট আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত