ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

যে কারণে শাহরুখের ভরসা পুত্র আরিয়ান

২০২৫ আগস্ট ২০ ১৮:৪৯:২২

যে কারণে শাহরুখের ভরসা পুত্র আরিয়ান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে বাবার মতো অভিনয়ে নয়, ক্যামেরার পেছনের জগতকেই নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি তার পরিচালিত প্রথম কাজের একটি ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে পরিচালকের ভূমিকায় থাকলেও ক্ষণিকের জন্য অভিনয়েও দেখা গেছে তাকে।

এরপর থেকেই সামাজিক মাধ্যমে শাহরুখের সঙ্গে তার পুত্র আরিয়ানের চেহারা ও অভিব্যক্তির মিল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, আরিয়ান যেন হুবহু তার বাবার বেলার প্রতিচ্ছবি।

এই আলোচনার মধ্যেই শাহরুখ খানের একটি পুরোনো মন্তব্য আবার সামনে এসেছে, যা এই প্রসঙ্গে নতুন মাত্রা যোগ করেছে। বলিউড বাদশাহ বলেছিলেন, ভবিষ্যতে যখন তিনি আর সিনেমায় কাজ করার সুযোগ পাবেন না, তখন তার ছেলেই হবেন তার একমাত্র ভরসা।

শাহরুখের বয়স এখন ৬০-এর কাছাকাছি। তাই স্বাভাবিকভাবেই তিনি মনে করেন, একটা সময়ে হয়তো বড় পরিচালকরা তাকে নিয়ে কাজ করতে চাইবেন না। সেই সময়ের কথা ভেবেই তিনি বলেছিলেন, আরিয়ানের পরিচালিত ছবিতেই তিনি অভিনয় করবেন।

শাহরুখের কথায়, "ও (আরিয়ান) হলো আমার ভবিষ্যতের আস্থা। যখন বড় পরিচালকেরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।"

উল্লেখ্য, গত সপ্তাহেই আরিয়ানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজের টিজার মুক্তি পেয়েছে। অন্যদিকে, শাহরুখ-কন্যা সুহানা খান অভিনয়েই মন দিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'দ্য আর্চিজ' ছবির মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত