ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

শেখ হাসিনার সঙ্গে ছবি দিয়ে কি লিখলেন বাঁধন?

২০২৫ আগস্ট ২০ ১৮:০৬:১৮

শেখ হাসিনার সঙ্গে ছবি দিয়ে কি লিখলেন বাঁধন?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবিতে দুজনের হাস্যোজ্জ্বল উপস্থিতি থাকলেও, এর সঙ্গে দেওয়া স্ট্যাটাসে বাঁধন ক্ষমতা এবং রাজনৈতিক পরিবর্তন নিয়ে তার ব্যক্তিগত পর্যবেক্ষণ ও কঠোর মন্তব্য তুলে ধরেছেন।

জুলাইয়ে সংগঠিত ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা এই অভিনেত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগ সমর্থকদের সমালোচনার শিকার হচ্ছেন বলে জানা যায়। এরই প্রতিক্রিয়ায় তিনি সর্বশেষ এই পোস্টটি করেন।

ফেসবুকে দেওয়া পোস্টে বাঁধন স্মৃতিচারণ করে লেখেন, একটা সময় তিনি শেখ হাসিনাকে তার সংগ্রামী জীবনের জন্য পছন্দ করতেন। তিনি বলেন, “তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন, শরণার্থী হিসেবে জীবন কাটিয়েছেন, তবুও সেই দেশেই ফিরে এসেছেন—যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল।”

তবে এরপরই তিনি ক্ষমতার প্রভাব নিয়ে নিজের উপলব্ধি তুলে ধরেন। বাঁধন লেখেন, “কিন্তু সময়ের সাথে আমি দেখেছি, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে।”

যারা তার সমালোচনা করছেন, তাদের উদ্দেশে বাঁধন আরও বলেন, “আপনারা কেন আমাকে নিয়েই এত ব্যস্ত? জানি, হয়তো আপনারা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু অন্তত মানুষ হিসেবে আচরণ তো করতে পারেন।” তিনি নিজেকে নিয়ে সমালোচনাকারীদের আচরণকে দেশের নারীদের প্রতি তাদের সামগ্রিক আচরণের সঙ্গে তুলনা করেছেন।

অভিনেত্রী তার পোস্টে আরও ইঙ্গিত দেন যে, ২০২৪ সালের নির্বাচনের সময় তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত