ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
আন্দোলনের জেরে এনবিআরের চার কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ মোট চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। বলা হয় , এনবিআর সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বরখাস্তকৃত কর্মকর্তা হলেন- ১) সাধন কুমার কুন্ডু, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার। ২) আবুল আ’লা মোহাম্মদ আমীমুল ইহসান খান, মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার। ৩) মো. সানোয়ারুল কবির, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির যুগ্ম কমিশনার। ৪) মোহাম্মদ সাইদুল ইসলাম, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তারা গত ১২ মে জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর বিরোধিতা করে এনবিআরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক কাজ সম্পাদনে বাধা সৃষ্টি, দায়িত্ব থেকে বিরত থাকা এবং রাজস্ব ভবনে উপস্থিত হতে বাধ্য করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটানো।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী এ বরখাস্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বরখাস্তকৃত কর্মকর্তারা সাময়িকভাবে খোরপোশ ভাতা পাবেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এ পদক্ষেপের মাধ্যমে কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন প্রতিরোধ করা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস