ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
আন্দোলনের জেরে এনবিআরের চার কর্মকর্তা বরখাস্ত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ মোট চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। বলা হয় , এনবিআর সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বরখাস্তকৃত কর্মকর্তা হলেন- ১) সাধন কুমার কুন্ডু, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার। ২) আবুল আ’লা মোহাম্মদ আমীমুল ইহসান খান, মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার। ৩) মো. সানোয়ারুল কবির, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির যুগ্ম কমিশনার। ৪) মোহাম্মদ সাইদুল ইসলাম, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তারা গত ১২ মে জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর বিরোধিতা করে এনবিআরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক কাজ সম্পাদনে বাধা সৃষ্টি, দায়িত্ব থেকে বিরত থাকা এবং রাজস্ব ভবনে উপস্থিত হতে বাধ্য করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটানো।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী এ বরখাস্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বরখাস্তকৃত কর্মকর্তারা সাময়িকভাবে খোরপোশ ভাতা পাবেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এ পদক্ষেপের মাধ্যমে কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন প্রতিরোধ করা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির